প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৩:০৫ পিএম
মো. রবিউল সিকদার পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘আমরা বোকা না’।
গাজীপুরের কালীগঞ্জের উলুখোলায় শুটিং চলছে মো. রবিউল সিকদার পরিচালিত বিশেষ নাটক ‘আমরা বোকা না’। নাটকটির গল্প রচনা করেছেন আহসান আলমগীর। এটি নির্মিত হচ্ছে আসছে রোজা ঈদের জন্য।
এই নাটকে দেখা যাবে তিন নন্দিত অভিনেতা প্রাণ রায়, আ খ ম
হাসান ও সাজু খাদেমকে। তাদের সঙ্গে আছেন এ প্রজন্মের অভিনেত্রী সুমাইয়া অর্পা। মো.
রবিউল সিকদার বলেন, ‘আমরা বোকা না নাটকে প্রাণ রায় দাদা, আ খ ম হাসান ভাই ও সাজু
খাদেম ভাই অভিনয় করছেন। তারা তিনজনই নাটকটিকে অন্যরকম উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এর মধ্যে
অর্পা নিজেকে সম্পৃক্ত করে নিজের মেধা দিয়ে ভালোভাবে কাজটি করার চেষ্টা করছেন। আশা
করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
সুমাইয়া অর্পা বলেন, ‘মাত্র তো দুবছর হলো অভিনয়ের দুনিয়ায় আমার পথচলা। এর মধ্যে কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি, দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়াও পেয়েছি। এ নাটকে প্রাণ দাদা, হাসান ভাই, সাজু ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার নিজের অভিনয়কে সমৃদ্ধ করার মতো সুযোগ করে দিয়েছেন পরিচালক রবিউল সিকদার ভাই। তার কাছে আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে।’