প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৩:১২ পিএম
ঈদে আসছে জামাল হোসেনের কথায় জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও মারুফা তৃষার গানচিত্র ‘তোকে ভালোবাসি’।
আসন্ন ঈদে আসছে জামাল হোসেনের কথায় জনপ্রিয় কণ্ঠশিল্পী
মোহাম্মদ মিলন ও মারুফা তৃষার গানচিত্র ‘তোকে ভালোবাসি’। মোহাম্মদ মিলনের সুরে এর
সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গানচিত্রে মডেল হয়েছেন মিলন ও লামিমা লাম। এটি
পরিচালনা করেছেন সৈকত রেজা।
মিউজিক ভিডিওটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন
মিউজিক।
গীতিকার জামাল হোসেন বলেন, ‘মিলন আমার খুব পছন্দের একজন
শিল্পী। এর মধ্যে আমার লেখা একটি গানে ইমরানের সঙ্গে তৃষাকে পেয়েছি। খুবই মিষ্টি
কণ্ঠ তার। এবার পছন্দের শিল্পী মিলন ও তৃষাকে নিয়ে আমার এ প্রচেষ্টা। আশা করি আগের
গানগুলোর মতো এ গানটিও সবার ভালো লাগবে।’
রোমান্টিক কথার এ গানটি নিয়ে বেশ আশাবাদী মিলন। তিনি বলেন,
‘জামাল ভাইয়ের কথায় এর আগে আমার পাই না তোকে গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
তিনি দারুণ লেখেন। এ গানটিও চমৎকার কিছু কথায় সাজানো হয়েছে। আমার গাওয়ার পাশাপাশি
চেষ্টা করেছি সুন্দর একটি সুর করার জন্য। গানের সঙ্গে নতুন কিছু লোকেশনে
দর্শক-শ্রোতা আমাদের দেখতে পাবেন।’