× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শত শিশুকে নিয়ে মুগ্ধতা ছড়ালেন রুনা লায়লা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৫:৫৯ পিএম

শত শিশুকে নিয়ে মুগ্ধতা ছড়ালেন রুনা লায়লা

স্বাধীনতা দিবস উপলক্ষে গেল ২৭ মার্চ বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, এমপি। একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম ও মহাপরিচালক আনজীর লিটনও এ বিশেষ আয়োজনে অতিথির আসনে ছিলেন।

দুপুর ১২টায় ছিল আয়োজনের মূল আকর্ষণ। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা মঞ্চে আসেন। তার সঙ্গে মঞ্চে আসে একশ শিশু। তারা রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করে মুগ্ধ করে সবাইকে।

আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর করা ‘বাংলাদেশ বাংলাদেশ’ শিরোনামের গানটি পরিবেশন করেন রুনা লায়লা। গান পরিবেশনের সময় পুরো মিলনায়তন ভর্তি দর্শক ভীষণ আগ্রহ নিয়ে রুনা লায়লার সঙ্গে শত শিশুর গান উপভোগ করছিল। সুরে সুরে গানে গানে রুনা লায়লার সঙ্গে শিশুদের পরিবেশনায় অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি হয়েছিল।

রুনা লায়লা বলেন, ‘আমি তো ভাবতেও পারিনি বাচ্চারা এত সুন্দরভাবে নিজেদের উপস্থাপন করবে। পুরো আয়োজনটাই এত নান্দনিক ছিল যে নিজেই মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম। যখন গান গাইছিলাম তখন আমার সঙ্গে বাচ্চাদের পারফরম্যান্স দেখে বিস্মিত হয়েছি। এ বাচ্চাদের সঠিকভাবে চর্চায় রেখে যারা এর নেপথ্যে কাজ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সত্যিই আমার কাছে দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এ প্রজন্মের শিশুদের গানের প্রতি আগ্রহ দেখে ভীষণ ভালো লাগল। তারা যদি নিয়মিত গান চর্চা করে তবে আগামীতে এখান থেকে অনেকেই ভালো শিল্পী হিসেবে গড়ে উঠবে।’

একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, ‘শ্রদ্ধেয় রুনা আপা আমাদের শিশু একাডেমিতে এসেছেন, তিনি মঞ্চে উঠে শত শিশুর সঙ্গে গান পরিবেশন করেছেন, এটা যে আমাদের সবার জন্য কতটা ভালো লাগার ছিল তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। আন্তরিক কৃতজ্ঞতা রইল রুনা আপার প্রতি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা