× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে আসছে আরণ্যকের কোম্পানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৩:১০ পিএম

এবার ঈদ উপলক্ষে মঞ্চে নতুন প্রযোজনা নিয়ে আসছে আরণ্যক নাট্যদল। ‘কোম্পানি’ নামের এ নাটকের রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ।

এবার ঈদ উপলক্ষে মঞ্চে নতুন প্রযোজনা নিয়ে আসছে আরণ্যক নাট্যদল। ‘কোম্পানি’ নামের এ নাটকের রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ।

ঈদ এলে সিনেমার উৎসব চলে, টিভি চ্যানেলগুলো আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। তেমনি নাটকপাড়াও হয়ে ওঠে জমজমাট। এবার ঈদ উপলক্ষে মঞ্চে নতুন প্রযোজনা নিয়ে আসছে আরণ্যক নাট্যদল। ‘কোম্পানি’ নামের নাটকের রচনা নির্দেশনায় আছেন মামুনুর রশীদ।

ঈদের দিন থেকে টানা পাঁচ দিন রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে কোম্পানি।

কোম্পানি নাটকের প্রেক্ষাপট ১৭৪৪ থেকে ১৭৫৭ সময় পর্যন্ত। মামুনুর রশীদ বলেন, ‘আরণ্যক সব সময় বড় ক্যানভাস বিশাল কর্মীবাহিনী নিয়ে নাটক করে। আমাদের রাঢ়াঙ, সংক্রান্তি, জয়জয়ন্তী যেমন ছিল। একটি জনগোষ্ঠী নিয়ে আমরা নাটক করে থাকি। কোম্পানিও একটি বড় ক্যানভাসের নাটক, যার সূচনা ১৭৪৪ সাল, ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টি থেকে। নাটকটির শেষ হবে ১৭৫৭ সালের জুনে। একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের চারদিকে ছড়িয়ে পড়া, তাদের ভারতবর্ষে চলে আসা। ক্লাইভের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার যে সংঘাত এবং তার ফলে বাংলা তার স্বাধীনতা হারায়। সময়টার মধ্যে যে ষড়যন্ত্র, উত্থানপতন এগুলো দেখিয়েছি। তার ধারাবাহিকতায় উত্তর ঔপনিবেশিক যে পরিস্থিতি, তার যে মানসভূমি তা- ধরার চেষ্টা করা করেছি নাটকে।’


কোম্পানি নাটকটি আড়াইশ বছরের বেশি সময় আগেকার প্রেক্ষাপটে হলেও এটি সময়েও প্রাসঙ্গিক বলে জানালেন নির্দেশক। মামুনুর রশীদ বলেন, ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যবসাপ্রতিষ্ঠান, সেই থেকে শুরু করে যে হাতবদলগুলো হয় ক্ষমতার, তার পেছনেও ব্যবসাবাণিজ্য, অর্থনীতি সবকিছু যুক্ত থাকে। আমরা এটাই দেখাতে চাই যে এখনও সারা বিশ্বেই একটা কোম্পানির শাসন চলছে। কারণেই এর প্রাসঙ্গিকতা আমরা খোঁজার চেষ্টা করেছি।’

ঈদের দিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে হবে কোম্পানির প্রথম প্রদর্শনী। টানা পাঁচ দিন একই সময় স্থানে দেখা যাবে নাটকটি। আরণ্যক সদস্যরা এখন ব্যস্ত সময় পার করছেন কোম্পানির মহড়া নিয়ে। নির্দেশক জানিয়েছেন, আরণ্যকের পুরোনো নতুন সদস্যরা অভিনয় করছেন এতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা