× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিঁড়িতে শাওন-সাদিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৫:৫০ পিএম

ধানসিঁড়িতে শাওন-সাদিয়া

জ্যোতির বাবা শরীফ মাহমুদ সাহেব একজন রিটায়ার্ড প্রিন্সিপাল। তিনি নিজের জীবন যেমন সৎ আর স্বচ্ছতার সঙ্গে কাটিয়েছেন একমাত্র মেয়ে জ্যোতিকেও তিনি সেভাবেই মানুষ করেছেন। ক্রিয়েটিভ মানুষ তার ভীষণ পছন্দের। তার ধারণা যাদের মধ্যে শিল্প, সাহিত্য কিংবা সাংস্কৃতির ক্রিয়েটিভিটি আছে তারাই কেবল সৎ আর প্রকৃত ভালো মানুষ। তাই বাবার নির্দেশে জ্যোতি এখনও প্রতিদিন ওস্তাদ দিবাকর চ্যাটার্জির কাছে গান শিখতে যায়। 

শরীফ সাহেবের ইচ্ছা তিনি তার মেয়েকে কোনো এক লেখক, সাহিত্যিক কিংবা সংস্কৃতিক মনা ছেলের সঙ্গে বিয়ে দেবেন। এলাকার উঠতি বয়সের ছেলেদের মধ্যে এ ঘটনা মোটামুটি চাউ হয়ে গেছে। তাই বিভিন্ন ছেলেপেলে প্রতিনিয়ত জ্যোতির বাবা শরীফ সাহেবকে তাদের ক্রিয়েটিভিটি প্রদর্শনে ব্যাস্ত থাকে। নানান ছলে কেউ এসে তাকে গান শোনায়, কেউ এসে কবিতা আবৃত্তি করে আবার কেউ তাকে খুশি করার জন্য নৃত্য পরিবেশন করে। আবার কারও কারও মধ্যে সংস্কৃতির সব ধরনের ক্রিয়েটিভিটি আছে। এরা নানানভাবে জ্যোতিকেও খুশি করার জন্য ব্যস্ত থাকে সব সময়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘ধানসিঁড়ি’। 

বরিশালের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন ও সাদিয়া আয়মান। এ  জুটি ছাড়াও আছেন দেবাশীষ চক্রবর্তী, আরিফ আপন, হাফিজুর রহমান  দিপু, অভিষেক চক্রবর্তী, ইমন প্রমুখ। 

এর গল্প তৈরি ও পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। 

এ টেলিফিল্মটি আসন্ন ঈদে এনটিভিতে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা