× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তটিনীর প্রেম এসেছিল একবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১২:৫৭ পিএম

তানজিম সাইরা তটিনী

তানজিম সাইরা তটিনী

তানজিম সাইরা তটিনী। সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। খুব বেশি দিন হয়নি শোবিজে তার পথচলা। কিন্তু মিষ্টি হাসির এই অভিনেত্রী দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাটকের শীর্ষ চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে। তার নাটক মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তাই প্রযোজক পরিচালক তার ওপর ভরসা করেন নিমিষেই।

বিশেষ দিবসগুলোতে দেখা যায় তটিনীর বিশেষ উপস্থিতি। সেই ধারাবাহিকতায় আসছে রোজার ঈদ কেন্দ্র করে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এক ডজনেরও বেশি নাটকে তার দেখা মিলবে। এর মধ্যে তিনি ইয়াশ রোহানের সঙ্গে বেশ কিছু নাটকে জুটি হয়ে আসবেন। তার একটিপ্রেম এসেছিল একবার’। মেজবাহ উদ্দিন আহমেদের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

নির্মাতা জানান, গল্পটা কবিতা, কণ্ঠ, বিজ্ঞাপন তথা একটি বিজ্ঞাপনী সংস্থা নিয়ে। যে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করে রামিম নামের এক তরুণ। সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে পরিচয় ঘটে কবিতাপ্রেমী নীলিমার সঙ্গে। একটি বিজ্ঞাপনের ভয়েস ওভারের সুবাদে তাদের মধ্যে পরিচয় সখ্য। এরপর হৃদয়ের জল গড়াতে থাকে অনেক দূর। ঘটে নানা ঘটনা।


এতে রামিম চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর নীলিমা চরিত্রে তটিনী। বিভিন্ন চরিত্রে আরও আছেন মিলি বাশার, শম্পা নিজাম, আনন্দ খালিদ, নিজাম উদ্দিন তামুর প্রমুখ।

নাটকটি নিয়ে আশাবাদী তটিনী বলেন, ‘আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করি। গল্পটা ভালো হলে সেটি দর্শককে অনেক বেশি আকৃষ্ট করে। তারপর নিজের চরিত্রটিকে গুরুত্ব দিই। সে জায়গা থেকেপ্রেম এসেছিল একবার” নাটকটি বেশ দারুণ। ঈদের মতো উৎসবের নাটক এটি। আশা করছি সবার ভালো লাগবে। ইয়াশ রোহান আমার কেমিস্ট্রি সবার মন ভরাবে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রেম এসেছিল একবার’ নাটকটি দেখা যাবে ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা