× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপাশা হায়াতের জন্মদিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৫:২৯ পিএম

বিপাশা হায়াত

বিপাশা হায়াত

আজ দেশের নন্দিত গুণী অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াতের জন্মদিন। এ শিল্পী বর্তমানে স্বামী-সন্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তার দুই সন্তান আরীব ও আরিশা পড়াশোনা করছে। তাদের আগামীর সুন্দর ভবিষ্যতের জন্যই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি।

বিপাশা হায়াত একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের বড় মেয়ে। ১৯৭১ সালের ২৩ মার্চ বিপাশা হায়াত জন্ম নেন। বিপাশা হায়াত প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আজকের এই দিনেই বিপাশার জন্ম হয়েছিল। আমি বাবা হয়েছিলাম এই দিনে। আমার খুব আদরের সন্তান বিপাশা। দেশে নেই, স্বাভাবিকভাবেই মনটা খারাপ। তবে যেখানে আছে সে তার স্বামী-সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, এটাই আমার এবং আমার স্ত্রীর মনের শান্তি। সন্তান যেখানেই থাকুক, যেভাবেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে প্রত্যেক বাবা-মার কামনা এটাই। শুভ জন্মদিন বিপাশা। তুমি আমাদের গর্ব।’

আবুল হায়াত জানান, লিবিয়া থেকে দেশে ফেরার পর বিপাশা হায়াত শিশুশিল্পী হিসেবে প্রথম নাটকে অভিনয় করেন। তার নিজের পরিচালনায় বিপাশা হায়াত প্রথম অভিনয় করেন ‘হারজিত’ নাটকে। এটা আবুল হায়াতেরও প্রথম পরিচালিত নাটক ছিল। বিপাশা হায়াত প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘বিপাশা তার সব কর্ম দিয়েই একজন আলোকিত মানুষ। আমরা দীর্ঘ সময় দুজন দুজনকে দেখছি। নিঃসন্দেহে বিপাশা মানুষটিই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার আলাদা কোনো সত্তাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ সবকিছু মিলিয়েই পরিপূর্ণ একজন বিপাশা, একজন আলোকিত মানুষ। তার জন্মদিনে অবশ্যই অনেক অনেক শুভকামনা, শুভ জন্মদিন।’

বিপাশা হায়াতের অভিনয় কিংবা আঁকাআঁকির বিষয় যতটা না প্রচার-প্রসারে এসেছে, বিপরীতে যেন গান তার পেছনেই রয়ে গেছে। অথচ বিপাশা হায়াতের সংস্কৃতিচর্চার শুরুটা গান দিয়েই। ওস্তাদ খালিদ হোসেন, আখতার সাদমানী, জাকির হোসেন, সানজিদা খাতুন, মিতা হকের মতো বরেণ্য সংগীতজ্ঞের কাছে তার গান শেখা। অথচ একটি সময় এসে বিপাশা হায়াতকে গানে আর পাওয়া যায়নি। অভিনয়, লেখালেখি আর আঁকাআঁকিতে সুবাস ছড়িয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা