× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ বছর পর...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৫:২০ পিএম

ইত্যাদির মঞ্চে হানিফ সংকেতের সঙ্গে সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান। ছবি : সংগৃহীত

ইত্যাদির মঞ্চে হানিফ সংকেতের সঙ্গে সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান। ছবি : সংগৃহীত

ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। আর ঈদের বিশেষ ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। ইত্যাদি সব সময় চেষ্টা করে গানের কথা, সুর, দৃশ্যায়ন ও শিল্পী নির্বাচনে কিছুটা হলেও এই বৈচিত্র্যকে তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের বিশেষ ইত্যাদিতে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান।

গানটির ফোক অংশে ইত্যাদিতেই গাওয়া খালিদ হাসান মিলুর সে সময়ের তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে। এবারের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

গানটিতে এই দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ৮ জন তরুণ বিট বক্সার। গত ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্র ধারণ করা হয়।

এই শুটিংয়ে অংশ নিয়ে আবেগে আপ্লুত প্রতীক হাসান। খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক ও প্রীতমকে প্রথমবার টিভিপর্দায় দেখা গিয়েছিল ইত্যাদিতে। এ অনুষ্ঠানের মঞ্চেই প্রথম একসঙ্গে জুটি বেঁধে গান করেছিলেন তারা দুই ভাই। এবারের ঈদে চমক নিয়ে আসছেন তারা। সেই নস্টালজিয়ায় ভেসে হানিফ সংকেত ও ছোট ভাই প্রীতমের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রতীক ফেসবুকে লিখেছেন, ‌‘২০০৪ থেকে ২০২৪, জীবন বদলে যাওয়ার মঞ্চে আরও একবার।’ সেই পোস্টের নিচে অনেকেই ২০০৪ সালে ইত্যাদির মঞ্চে প্রতীক ও প্রীতমের উপস্থিত হওয়ার স্মৃতিচারণ করছেন।

২০০৪ সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে ইত্যাদিতে হাজির হয়েছিলেন প্রয়াত গায়ক খালিদ হাসান মিলু। তখন তিনি ক্যানসারে আক্রান্ত। মলিন চেহারা ও ভঙ্গুর শরীর নিয়ে ইত্যাদিতে দেওয়া মিলুর সাক্ষাৎকার কোটি দর্শককে কাঁদিয়েছিল। সেদিন বাবার পাশেই ছিলেন ছোট্ট প্রতীক ও প্রীতম। বাবার মৃত্যুর পর ইত্যাদির হাত ধরেই সংগীতশিল্পী হিসেবে যাত্রা হয় প্রতীকের।

উল্লেখ্য, খালিদ হাসান মিলু-বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, ক্ষণজন্মা এই সংগীতশিল্পীর ইত্যাদিতে গাওয়া সব গানই সে সময় ব্যাপক প্রশংসিত হয়। এই শিল্পীর সপরিবারে জীবনের শেষ সাক্ষাৎকার ও শেষ গানটি প্রচারিত হয়েছিল ইত্যাদিতে। এমনকি খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসানের প্রথম পর্দায় আবির্ভাবও ঘটেছিল ইত্যাদির মাধ্যমেই।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা