× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরশাদ আদনানের স্বপ্নের সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৪:০৩ পিএম

আরশাদ আদনান। প্রবা ফটো

আরশাদ আদনান। প্রবা ফটো

বাংলাদেশের সিনেমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে ‌‘প্রিয়তমা’। গেল বছর মুক্তি পাওয়া ছবিটি ব্যবসায়িক সাফল্যে অনেক রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে। দেশসেরা নায়ক শাকিব খান কলকাতার ইধিকা পালকে জুটি করে সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। বিগ বাজেটের সিনেমাটি বানিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। ছবিটির জন্য অনেক প্রশংসা পেয়েছেন তিনি।

নতুন করে তিনি আসছেন নতুন সিনেমা নিয়ে। আসছে রোজার ঈদে মুক্তি পাবেরাজকুমার’ নামের সেই ছবি। এবারও তার সিনেমার ক্যাপ্টেন হিমেল আশরাফ। নায়ক হিসেবে থাকছেন শাকিব খানই। সঙ্গে চমক হিসেবে আসবেন মার্কিন সুন্দরী কোর্টনি কফি। রোমান্টিক, অ্যাকশন পারিবারিক আমেজের সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী আরশাদ আদনান। দেশের সিনেমায় নতুন মাইলফলক তৈরি করবে সিনেমা- এও মনে করেন তিনি।

আরশাদ আদনান বলেন, ‘সিনেমার গল্প, লোকেশন, দেশি-বিদেশি এক্সপার্টদের নিয়ে টিম, কলাকুশলীদের তালিকা, শ্রুতিমধুর গান সবকিছু মিলিয়ে আমি মনে করি ছবিটি খুবই ভালো করবে। বাংলাদেশ, ভারত যুক্তরাষ্ট্রের যেসব লোকেশনে রাজকুমারের শুটিং হয়েছে দেশের কোনো সিনেমার এর আগে এসব লোকেশনে শুটিং হয়নি। হোম অ্যালোন টু, জন উইক টু, স্পাইডার ম্যান সিনেমার যুক্তরাষ্ট্রের যেসব লোকেশনে শুটিং হয়েছে কিংবা স্পাইডার ম্যান যে স্টুডিওতে তৈরি হয়েছে সেখানে রাজকুমার জন্ম নিয়েছে একটু একটু করে। জন উইক টুর ক্রুরা কাজ করেছেন রাজুকমারে। সব মিলিয়ে রাজকুমার একটি আন্তর্জাতিক মানের সিনেমা হয়েছে। এটি এজন্যই আমার স্বপ্নের সিনেমা।’

তিনি আরও বলেন, ‘রাজকুমারের মধ্য দিয়ে আমি দর্শককে একটি সামাজিক-পারিবারিক গল্প উপহার দিতে যাচ্ছি। বাংলাদেশের গ্রামে গঞ্জে এখনও যে কুসংস্কার আছে তা তুলে ধরার চেষ্টা করছি। মূলত সিনেমার গল্প একজন কুসংস্কারাচ্ছন্ন মানুষের মধ্য দিয়েই এগিয়ে যাবে। যার কারণে একটি পরিবার ধ্বংসের গল্প ওঠে আসে। আবার এমনটাও দেখা যাবে যে বিদেশে যাওয়ার জন্য দেশের যুবকরা কী করতে চায়, কী করতে পারে, কত দূর পর্যন্ত যেতে পারে। হিমেল তার পুরো মেধা দিয়ে, শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণের চেষ্টা করেছেন। একজন প্রযোজক হিসেবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ছিল। আমার বিশ্বাস, রাজকুমার দিয়ে বাংলাদেশের সিনেমার দৃশ্যপট যেমন ইতিবাচকভাবে বদলে যাবে তেমন সিনেমা নির্মাণে আগ্রহী হবেন প্রযোজকরাও। আর আমি এটাই চাই। আমাদের সিনেমা যেন সর্বত্র মাথা উঁচু করে থাকে।’

এদিকে আরশাদ আদনান জানান, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত বুর্জ খলিফায় রাজকুমারের ৩০ সেকেন্ডের টিজার প্রদর্শনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবির নায়ক শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ হবে টিজারটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা