× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুমতি পেল ডেডবডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৫:০৮ পিএম

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নতুন সিনেমা ‘ডেডবডি। ছবি : সংগৃহীত

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নতুন সিনেমা ‘ডেডবডি। ছবি : সংগৃহীত

গেল অক্টোবরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক, পরিচালক এমডি ইকবাল। মহরতের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ডেডবডি’ নির্মাণের ঘোষণা দেন। আসছে রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও তখন ঘোষণা করেন। অবশেষে সে কথা রাখছেন তিনি। রোজার ঈদেই দেশের হলগুলোয় দেখা যাবে ডেডবডি।

এ ছবিতে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। তার সিনেমাটি ঈদে মুক্তি পাবে জেনে বেশ আনন্দিত তিনি।

শ্যামল মাওলা বলেন, ‌‘ডেডবডি আমার কাছে স্পেশাল একটি কাজ। এর গল্প, সংলাপ, চরিত্রগুলো, ইকবাল ভাইয়ের ডায়নামিক টিম সব অসাধারণ। দর্শক এ ছবিটি বারবার দেখবেন বলে আমার বিশ্বাস। ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে এ বিষয়টাও আমার জন্য স্পেশাল। আশা করছি ঈদের সব ছবিই ভালো ব্যবসা করবে। আমাদের ডেডবডিও নজর কাড়বে সবার।’


ছবির মুক্তি সামনে রেখে শুরু হচ্ছে প্রচার। তার আগে এলো সুখবর। সেন্সর ছাড়পত্র পেয়েছে ডেডবডি। সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয় এ সিনেমার। একই সঙ্গে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন বলে জানান ইকবাল।

তিনি বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সে পরীক্ষার রেজাল্টে কী আসে! তবে আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশি চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

ইকবাল আরও বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি এ ছবি তাক লাগিয়ে দেবে।’

ঈদে মুক্তির মিছিলে আছে ১০টির মতো সিনেমা। এর ভিড়ে ডেডবডি কতটা সফল হবেÑএমন প্রশ্নের জবাবে এমডি ইকবাল বলেন, ‘খেলা তো সবাই খেলে। গোল করে কজন। আমি গোল করব। ঈদে যত ছবিই আসুক ডেডবডি দর্শকের আগ্রহের শীর্ষে থাকবে।’

এ সিনেমায় শ্যামল মাওলা ছাড়া অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা