প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১১:৪৩ এএম
তৃপ্তি দিমরি
করণ জোহর প্রযোজিত ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘গুড নিউজ’ ছবিতে হাসির মোড়কে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন পরিচালক রাজ মেহতা। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ ও কিয়ারা। সোমবার এ ছবিকে ‘ফ্র্যাঞ্চাইজি’ হিসেবে ঘোষণা করলেন নির্মাতারা।
শিগগিরই আসতে চলেছে ছবির সিক্যুয়েল। তবে এবারে নতুন অভিনেতাদের নিয়ে ছবির কাজ এগোবে। এ ছবিতে জুটি বাঁধছেন ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি।
সূত্র জানিয়েছেন, সিক্যুয়েল ছবির নাম হতে যাচ্ছে ব্যাড নিউজ। এর আগে ‘গুড নিউজ’-এ ছিলেন পাঞ্জাবি সংগীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ। এবার থাকছেন পাঞ্জাবি সংগীতশিল্পী অমরিন্দরপাল ভির্ক। ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি। নির্মাতারা জানিয়েছেন, ব্যাড নিউজ আসছে জুলাইয়ে মুক্তি পাবে।
‘অ্যানিমেল’ ছবির দৌলতে তৃপ্তি এখন চর্চায় রয়েছেন। পর্দায় তার নতুন উপস্থিতির জন্য মুখিয়ে আছে দর্শক। রণবীর কাপুরের পর এবার ভিকির সঙ্গে তার যে কেমিস্ট্রি হবে সে নিয়ে চলছে আলোচনা।
গত বছর ক্রোয়েশিয়ায় তোলা ভিকি-তৃপ্তির কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। অনেকেই মনে করছেন, ব্যাড নিউজের কোনো বিশেষ অংশের শুটিংয়ের ছবি ছিল সেগুলো।
এ মুহূর্তে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু করেছেন তৃপ্তি। অন্যদিকে ‘ছাওয়া’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি।