× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ধারাবাহিক ‘তুমি আছো সবখানে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১২:৫৬ পিএম

দীপ্ত টিভিতে প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি নতুন ধারাবাহিক ‌‘তুমি আছো সবখানে। ছবি : সংগৃহীত

দীপ্ত টিভিতে প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি নতুন ধারাবাহিক ‌‘তুমি আছো সবখানে। ছবি : সংগৃহীত

প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট রাত ৯টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি নতুন ধারাবাহিক ‌‘তুমি আছো সবখানে’। আগামীকাল থেকে দেখা যাবে নাটকটি। সেলিন আর দেমিরকে ঘিরে এক দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প দেখা যায় নাটকে। চঞ্চল, উচ্ছল, বন্ধুদের জন্য নিবেদিতপ্রাণ এক হাসিখুশি তরুণী সেলিন। দেমির অ্যায়রান্দিল সুদর্শন তরুণ। দেউলিয়া হতে চলা আর্তেমিমের নতুন শেয়ারহোল্ডার, তথা সেলিনের অফিসের নতুন বসই হলো দেমির অ্যায়রান্দিল।

ইস্তাম্বুলে সেলিন আর দেমির দুজনই ভুলবশত একই বাড়ির মালিক। উভয়েই বাড়ির ৫০ শতাংশ কিনেছে। স্বভাবে কিছুটা কঠোর দেমির প্রথম দিনই অফিসে এসে একগাদা নতুন নিয়ম জারি করে যার অন্যতম হলো অফিসে প্রেম নিষিদ্ধ। এত সব নিয়মের বেড়াজালে অতিষ্ঠ সহকর্মীদের নিয়ে এবার দেমিরকে শুধু বাড়ি থেকে নয়, অফিস থেকেও তাড়ানোর পরিকল্পনা করে সেলিন। এভাবেই ভিন্ন ভিন্ন চমক আর হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

নাটকে বিভিন্ন চরিত্রে বাংলাদেশ থেকে কণ্ঠ দিয়েছেন মোর্শেদ সিদ্দিকী মরু (দেমির অ্যায়রান্দিল), জয়শ্রী মজুমদার লতা (সেলিন সেভার), সজীব রায় (বুরাক ইয়াঙ্গেল), নাহিদ আখতার ইমু (আইদা আকমান), শফিকুল ইসলাম (ইব্রাহিম তুঞ্চ), খায়রুল আলম হিমু (বোরা দুরুল), নাদিয়া ইকবাল (মারভে মুতলু), নাসরিন অনু (আলারা গিরিতলি), অশোক বসাক (মুহাররেম), রফিকুল ইসলাম (ফেরু ওজেরদিম), শারমিন মৃত্তিকা (এসেন), এ্যাথিনা অরোরা তীর্থ (আজমিয়ে বোসগেচমাজ), রহমত উল্লাহ সুমন (ভেদাত আয়হান), রুবাইয়া মাতিন গীতি (লেয়লা গুনবাকান) এবং মেরিনা আক্তার মিতু (ফিরুজে গুনবাকান)

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ডাবিং করেছেন প্রজেক্ট ডিরেক্টর সজীব রায়, প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক তুমি আছো সবখানে দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব ফেসবুকে যেকোনো সময় দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা