× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চঞ্চলের ছেলের সহপাঠী মামুনুর রশীদ!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১২:৩৪ পিএম

মামুনুর রশীদ ও শৈশব রোদ্দুর শুদ্ধ। ছবি : সংগৃহীত

মামুনুর রশীদ ও শৈশব রোদ্দুর শুদ্ধ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ। তার সঙ্গে একই প্রাইমারি স্কুলে পড়ছেন খ্যাতিমান অভিনেতা মামুনুর রশীদ। দুজনের স্কুলড্রেস পরা ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। সবাই অবাক এ ছবি দেখে। কাহিনী কী? বিস্তারিত জানালেন চঞ্চল চৌধুরী। তিনি জানান, শুদ্ধ আর মামুনুর রশীদ প্রতিদিন একসঙ্গে হাত ধরে স্কুলে যান, ক্লাস শেষে আবার ফেরেনও একসঙ্গে। আসন্ন ঈদের জন্য পরিচালক এজাজ মুন্না নির্মাণ করছেন নাটক ‘ইতি তোমার আমি’। নাটকটি রচনা করেছেন বরেণ্য নাট্যকার বৃন্দাবন দাস। এ নাটকে শুদ্ধর দাদার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। যিনি চরিত্রের প্রয়োজনে স্কুলে যান নাতির হাত ধরে।

এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘গ্রামের বড়লোক জোতদারের চরিত্রে অভিনয় করেছি। বয়সে প্রবীণ হলেও তার একটা মেয়েকে ভালো লাগে। কিন্তু মেয়েটি একসময় জানায়, সে তো পড়ালেখা জানে না। তাকে সে ভালোবাসবে না। তাই সে নাতির হাত ধরে স্কুলে যায়।’

প্রবীণ এ অভিনেতা জানান, সাত পর্বের নাটকটির শুটিং চলছে গাজীপুরের পূবাইলে। টানা কয়েক দিন সেখানেই চলবে শুটিং।

নাটকটির কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘দাদা-নাতি দুজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধÑপ্রবল বন্ধুত্ব দুজনের। শুদ্ধর টেলিভিশনে অভিনয় শুরু হলো বৃন্দাবনদার লেখা নাটক দিয়ে। দিব্য-সৌম্যর পর শুরু হলো শুদ্ধর যাত্রা। ওরা সবাই আপনাদের আশীর্বাদকামী।’

জানা গেছে, আসছে ঈদুল ফিতরে নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা