প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১১:২৭ এএম
ক্যামিল কোতাঁন
কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর শুরু হতে আর দুই মাস বাকি। তবে
এর মাঝেই আয়োজকরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এবারের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা
করবেন ফরাসি অভিনেত্রী-কমেডিয়ান ক্যামিল কোতাঁন। সমাপনী আয়োজনেও মিস্ট্রেস অব
সিরিমনিস থাকবেন ৪৫ বছর বয়সি এ তারকা।
ক্যামিল কোতাঁন মূলত ফরাসি কমেডি ধাঁচের চলচ্চিত্র ও টিভি
সিরিজের পরিচিত মুখ। ‘স্টিলওয়াটার’সহ মার্কিন কয়েকটি প্রযোজনায় কাজ করেছেন। রবার্ট
জেমেকিস পরিচালিত ও ব্র্যাড পিট অভিনীত ‘অ্যালাইড’ (২০১৬) ইংরেজি ভাষায় তার প্রথম
চলচ্চিত্র। ‘হাউস অব গুচি’তে (২০২১) ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার মাউরিৎসিও গুচির
প্রেমিকা পাওলা ফ্রাঞ্চি চরিত্রে অভিনয় করেন ক্যামিল কোতাঁন। হলিউডে তার কাজের
তালিকায় আরও আছে কেনেথ ব্রানা পরিচালিত ‘অ্যা হন্টিং ইন ভেনিস’ (২০২৩)। সর্বশেষ
বড়পর্দায় ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের ব্যক্তিগত সহকারী লু কাড্ডার
চরিত্রে দেখা গেছে ক্যামিল কোতাঁনকে। ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান
শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবটির পর্দা উঠবে
১৪ মে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্যামিল কোতাঁন একে একে মূল প্রতিযোগিতা বিভাগের
বিচারকদের স্বাগত জানাবেন। এবারের জুরি প্রেসিডেন্ট থাকছেন ‘বার্বি’র পরিচালক
গ্রেটা গারউইগ। ৭৭তম কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।