× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ফেরদৌস আরার সংগীতমালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১২:১৩ পিএম

জরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। ছবি : সংগৃহীত

জরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। ছবি : সংগৃহীত

আজ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এদিন বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বরেণ্য নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার সংগীত বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ বিশেষ অনুষ্ঠান ‘সংগীতমালা’র আয়োজন করেছে। ফেরদৌস আরার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় বিকাল ৪টার পর সরাসরি চ্যানেল আইতে সংগীতমালা প্রচার হবে।

ফেরদৌস আরা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। তাঁর জন্মদিনই আমাদের জাতীয় শিশু দিবস। তাই দুটি কারণে বিশেষ এ দিবসে আমার সংগীতমালা বিষয়ক প্রতিষ্ঠান সুরসপ্তকের শিল্পীদের নিয়ে বিশেষ পরিবেশনা সংগীতমালার আয়োজন করেছি। যেখানে ঢাকা এবং ঢাকার বাইরে জাতীয়ভাবে পুরস্কৃত শিল্পীরা অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে সুরসপ্তকের শিক্ষকরাও থাকবেন। দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে সুরসপ্তক শিল্পী সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। ইতোমধ্যে অনেকেই পেশাগতভাবে গান বেছে নিয়ে নিজের জীবন আলোকিত করেছে। আমরা তাদের নিয়ে গর্বিত। আজ সুরসপ্তকের শিল্পীরা উচ্চাঙ্গ সংগীত, ফোক গান, হারানো দিনের গানসহ অন্যান্য গান পরিবেশন করবে। অবশ্যই বঙ্গবন্ধুকে নিয়েও গান পরিবেশন করা হবে। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি ঘণ্টাব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় দর্শক উপভোগ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করছেন সুরসপ্তকের প্রশাসনিক কর্মকর্তা স্বপ্না রেজা।’

এদিকে ফেরদৌস আরা গেল নারী দিবসে ‘স্টারপ্লাস কমিউনিকেশন’ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে বিশেষ সম্মানায় ভূষিত হন। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা