× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপস্থাপনায় মগ্ন রুহানী লাবণ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১১:১৯ এএম

উপস্থাপনায় মগ্ন রুহানী লাবণ্য

রুহানী লাবণ্যএকাধারে নৃত্যশিল্পী, উপস্থাপিকা, অভিনেত্রী। তবে উপস্থাপিকা হিসেবেই দেশবিদেশে বেশি সমাদৃত। এটিএন বাংলায় প্রচারচলতি মুরাদ পারভেজ পরিচালিত ধারাবাহিক নাটকস্মৃতির আলপনা আঁকি’তে সর্বশেষ অভিনয় করেছিলেন রুহানী লাবণ্য। এরপর তাকে আর নতুন কোনো নাটকে দেখা যায়নি। কারণ হিসেবে তিনি জানান, অভিনয় করার জন্য তার হাতে একদমই সময় নেই


রুহানী লাবণ্য বলেন, ‘এক বছরের বেশি সময় হলো আমি মা হয়েছি। যে কারণে অভিনয়ের জন্য যে দীর্ঘ সময়টা দিতে হয় তা মুহূর্তে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই চাইলেই এবং গল্প বা চরিত্র ভালো লাগলেও আপাতত অভিনয় করা সম্ভব নয়। দুটো কাজ করতে আমি মন থেকে বেশি পছন্দ করি। সে দুটো হলো নাচ এবং উপস্থাপনা। তবে উপস্থাপনায় আমাকে বেশি ব্যস্ত থাকতে হয়। স্টেজ শোর মৌসুমগুলোয় বেশি ব্যস্ততা থাকে। সে সময় টিভি শোগুলোয় সময় দেওয়াটা একটু কষ্টকর হয়ে ওঠে। কারণ স্টেজ মৌসুমে নাচও করতে হয়, উপস্থাপনাও করতে হয়। তবে উপস্থাপক হিসেবে আমার যে পরিচিতি তা নিয়ে আমি গর্বিত এবং পরিচয়টাতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধও করি।’

রুহানী লাবণ্য একজন স্থপতিও বটে। তার স্বামী তাকে ভীষণ অনুপ্রেরণা দেন সংস্কৃতি অঙ্গনে নিয়মিত কাজ করার ব্যাপারে। দুই দিন আগে একটি প্রতিষ্ঠান আয়োজিত গালা নাইটের উপস্থাপনা করেছেন। রোজা শুরুর আগ পর্যন্ত নিয়মিতই স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে মুহূর্তে আগামী ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য নানান ধরনের টক শোর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এনটিভিতে প্রচারচলতি অনুষ্ঠানরূপকথার রাত’-এর নিয়মিত উপস্থাপনা করছেন রুহানী লাবণ্য।

ছাড়া বিটিভির নাচ বিষয়ক অনুষ্ঠানতারানা’রও উপস্থাপনা করছেন তিনি। উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ লাবণ্য দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবেও পুরস্কৃত হয়েছেন। সর্বশেষআজওয়া গল্পওয়ালা’ সম্মাননায় শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে ভূষিত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা