× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনেকের কাছে এখনও নতুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১১:০৩ এএম

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

গত বছরের শেষদিকে নেটফ্লিক্সে মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড সিরিজ ‘সিটাডেল’। এই সিরিজে অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে ‘গেম অব থ্রোনস’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেনকে। অ্যাকশন ও রহস্য-রোমাঞ্চে ভরা আমেরিকান সায়েন্স-ফিকশন সিরিজ।

হলিউডে কাজ করা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘হলিউডে অনেকের কাছেই আমি এখনও নতুন মুখ। তাদের আমি দেখাতে চাই, আরও অনেক কিছু করতে পারি।’

এদিকে অভিনেত্রী হলিউডের আরও একটি সিনেমার কথা জানালেন। শনিবার সুখবর দিলেন অভিনেত্রী। ছবির নাম ‘দ্য ব্লাফ’। এ ছবিতে প্রিয়াঙ্কা ‘দ্য বয়েজ’ খ্যাত অভিনেতা কার্ল আর্বানের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন। ইনস্টাগ্রামের পাতায় নতুন শুরুর খবর দিয়েছেন তিনি।

কার্ল আর্বানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এখন এবং এর পরে যদি আমরা বেঁচে থাকি, ভালো থাকি, তাহলে ঈশ্বর আমাদের নতুন জলদস্যু হওয়ার অনুমতি দেবেন।’

সাহিত্যিক মার্ক টোয়েনের এই উক্তি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন। তার পোস্টে ভালোবাসা জানিয়েছেন স্বামী নিক জোনাসও। পোস্টটি নিজের ইনস্টাগ্রামের পাতায় ভাগ করেও নিয়েছেন তিনি। ‘এজিবিও’ স্টুডিও এবং ‘অ্যামাজন এমজিএম’ স্টুডিওর প্রযোজনায় তৈরি হবে এই সিনেমা।

‘দ্য ব্লাফ’ একজন প্রাক্তন নারী জলদস্যুর জীবনের রহস্যময় অতীতের গল্প বলবে। প্রাক্তন জলদস্যুর ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এখন পর্যন্ত খবর তেমনই। তবে কবে থেকে শুটিং শুরু হবে কিংবা কবে নাগাদ মুক্তি পাবে এই ছবি, সে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা