প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৪:২৯ পিএম
সাবিলা নূর
দেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী সাবিলা নূর। সুন্দর অভিনয় দিয়ে যেমন দর্শকের মন জয় করে চলেছেন তিনি, তেমনি ক্লিন ইমেজের অভিনেত্রী হিসেবেও তৈরি করেছেন নিজের অবস্থান। তার সমকালীন অনেক অভিনেত্রীকে নিয়ে নানান ধরনের গুঞ্জন শোনা গেলেও সাবিলা নূর তার ব্যক্তি ইমেজকে পরিচ্ছন্ন রেখেছেন।
বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপন করাই একমাত্র প্রচেষ্টা তার। সেই ধারাবাহিকতায় গেল নারী দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছে সাবিলা নূর অভিনীত ‘বিদিশা’ নাটকটি। এ নাটকে সাবিলার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। ভিন্নধর্মী চরিত্রটি বিনোদনের পাশাপাশি ছড়িয়েছে সামাজিক বার্তাও। এ নাটক নিয়ে সাবিলা বলেন, ‘আমি অনেক দিন ধরেই চাইছি এমন কিছু চরিত্র পর্দায় তুলে ধরতে, যা দর্শকমনে আঁচড় কাটবে। তা ছাড়া দর্শকের কাছে আমার ইমেজটা শুধু গ্ল্যামার নায়িকা হয়ে থাকুকÑএটা চাই না। বরং চরিত্র যেমনই হোক, অভিনয়ের মধ্য দিয়ে তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে চাই। সেই ভাবনা থেকেই মুহাম্মদ মোস্তফা কামাল রাজের “বিদিশা” নাটকে অভিনয় করা। বিদিশা দেখতে কালো বলে নানাজনের নানা রকম কটুকথা শুনতে হয়। পরিবারের সদস্যরাও চায়, কোনো রকমে তার একটি বিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে। কিন্তু বিদিশা চায়, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে প্রমাণ করতে। এই যে তার চাওয়া, নিজের মতো করে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা, লোকনিন্দা সহ্য করে সমাজে টিকে থাকা, তা নিয়ে যে মানসিক অবস্থা তৈরি হয়েছে, সেটাই নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। এককথায়, বিদিশাকে নিজের মধ্যে ধারণ করেছি, মিশে গেছি তার জীবনের গল্পে। নিজেকে ভিন্নরূপে পর্দায় তুলে ধরার আগে পরামর্শ করেছি নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে। যাতে করে কাজটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা যায়।’
এদিকে আসন্ন ঈদে প্রচারের জন্য এরই মধ্যে সাবিলা নূর বেশ কিছু নাটকে কাজ করেছেন। প্রায় প্রতিদিনই শুটিং করছেন। লাইট-ক্যামেরা আর অ্যাকশনের ব্যস্ততায় মুখরিত সময় কাটছে তার। সাবিলা বলেন, ‘কাজ করাতেই আমার আনন্দ। ভালো গল্প ও চরিত্র পেলে সেটিকে আমি স্বাগতম জানাই। চরিত্র অনুযায়ী নিজেকে তুলে ধরতে প্রস্তুতি নিই। দর্শক চরিত্রটিকে যেন পছন্দ করেন সেই চেষ্টা করি আপ্রাণ।’
ঈদের ব্যস্ততা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঈদ এলে ব্যস্ততা অনেক বেড়ে যায়। প্রায় প্রতিদিনই শুটিং করতে হয়। রোজা রেখে শুটিং করা কষ্টকর। তাই অনেকে চান রোজার আগেই কাজ শেষ করতে। সেসব নির্মাতার কাজ করেছি কিছু। তবে রোজার মধ্যেও ব্যস্ত থাকব। অনেকগুলো কাজের কথা হচ্ছে।’
এরই মধ্যে সাবিলা মারুফ হোসেন সজীব, অনন্য ইমন, মুরসালিন শুভ, মাশরিকুল আলশের নাটকে অভিনয় করেছেন। আরও চার-পাঁচটি নাটকে কাজের কথা চলছে। শিগগিরই এগুলো শুটিংয়ে যাবে।
ঈদে নাটকের পাশাপাশি ওটিটিতেও সরব দেখা যাবে সাবিলা নূরকে। তিনি জানান, শিগগিরই একটি ওয়েব সিরিজেও কাজ করার কথা রয়েছে তার। আলোচনা চলছে আরও কিছু কাজ নিয়ে।
এদিকে সাবিলা নূর গেল ৯ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল’ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘প্রগতির পথে নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন। সেদিন রাজধানীর তেজগাঁও অঞ্চলের একটি মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে আজাদ ও হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তীর হাত থেকে সাবিলা নূর সম্মাননা গ্রহণ করেন। সাবিলা বলেন, ‘অনেক গুণী নারীর মধ্যে আমাকেও প্রগতির পথে নারী সম্মাননায় ভূষিত করার বিষয়টি আমার জন্য ছিল অনেক বড় একটি ব্যাপার। প্রায় প্রতিটি সেক্টরের নারীদের সম্মান দেওয়া হয়েছে এই আয়োজনে, এটা খুব ভালো লেগেছে।’