প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৫:১৫ পিএম
মন্দিরা চক্রবর্তী
‘মনপুরা’ দিয়ে দেশ মাতিয়েছেন চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম। গান, গল্প, চরিত্র অনুযায়ী শিল্পী বাছাই, শিল্পীদের দুর্দান্ত অভিনয় এবং নির্মাণের মুনশিয়ানা- সবকিছু মিলিয়ে সে সিনেমা ছিল অসাধারণ এক শিল্পকর্ম। আজও মানুষের মুখে মুখে বাজে সেই সিনেমার গানগুলো। মনপুরা মুক্তির পরই সেলিম ঘোষণা দিয়েছিলেন ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা বানাবেন। সেখানে উঠে আসবে ঐতিহ্যবাহী মৈয়মনসিংহ গীতিকার গল্প ও চরিত্র। এরপর কেটে গেল বহু বছর। অবশেষে স্বপ্নের সেই কাজ তৈরি করেছেন তিনি। এবার মুক্তির পালা। বেশ কয়েকটি তারিখ বদল করে আসছে কোরবানি ঈদকেই কাজলরেখার জন্য পারফেক্ট হিসেবে বেছে নিলেন গিয়াসউদ্দিন সেলিম।
মনপুরায় তখনকার নতুন মুখ ফারহানা মিলিকে বড়পর্দায় এনে সাফল্য পেয়েছিলেন তিনি। এবার কাজলরেখা হিসেবে তিনি হাজির করছেন মন্দিরা চক্রবর্তীকে। এটি দিয়েই সিনেমায় যাত্রা হচ্ছে তার। মন্দিরাকে দেখা যাবে কাজলরেখা চরিত্রে। এরই মধ্যে ছবিতে তার লুক ও গান প্রকাশ হয়েছে। সেখানে মন্দিরার সারল্যে ভরা সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শক। গিয়াসউদ্দিন সেলিম আবারও সাফল্যের নতুন ইতিহাস লিখবেন বলে প্রত্যাশা করছেন অনেকে। মন্দিরাও আশাবাদী সিনেমাটি নিয়ে। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা কাজলরেখা। এর আগে সিনেমায় অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছিলাম, মন সায় দেয়নি বলে করিনি। কাজলরেখা করব বলেই হয়তো দীর্ঘ একটা সময়ের অপেক্ষা ছিল। আমি ছবিটির মুক্তি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস কাজলরেখা দর্শকের ভীষণ পছন্দের সিনেমায় পরিণত হবে।’
ছবিটি কোরবানি ঈদে মুক্তি পাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক খুশির খবর যে শেষ পর্যন্ত কাজলরেখা ঈদের মতো বিশেষ উৎসবে মুক্তি পেতে যাচ্ছে। এর আগেও সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে। কিন্তু এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। ঈদুল আজহায় দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবেন কাজলরেখা।’
ছবিটিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেছেন মন্দিরা। নিতে হয়েছে অনেক প্রস্তুতিও। পরিচালকের নির্দেশনা মেনে নিজেকে সে অনুযায়ী পর্দায় হাজির করেছেন। এ সিনেমার সাফল্য তাই তিনি আশা করছেন খুব বেশি করে। মন্দিরার ভাষ্য, ‘আমার বিশ্বাস দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন। তার অনেক কারণও আছে। এটি ৪০০ বছর আগের গল্প। মানুষের আগ্রহ এজন্য বেশি কাজ করছে। তা ছাড়া কাজলরেখার গল্প ও নামটির প্রতিটি অসংখ্য মানুষের আগ্রহ রয়েছে। আর সিনেমাটির পরিচালক হিসেবে আছেন গিয়াস উদ্দিন সেলিম। মনপুরা খ্যাত এ নির্মাতার সিনেমা মানেই ভিন্ন কিছু। সিনেমার গানগুলোও সুন্দর। আমরাও সবাই চেষ্টা করেছি ভালো কিছু করার।’
কাজলরেখা পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ড্রিম প্রজেক্ট। এতে আরও অভিনয় করছেন শরিফুল রাজ, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, মিথিলা, শাওনসহ অনেকে।
এদিকে মন্দিরা নতুন করে যোগ দিয়েছেন ‘নীল চক্র’ নামে একটি সিনেমায়। গেল ১৫ জানুয়ারি পুরান ঢাকায় শুরু হয়েছে এর শুটিং। এর গল্পভাবনা অঙ্গন পোদ্দারের। পরিচালনায় আছেন মিঠু খান। গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন অঞ্জন সরকার জিমি, নাজিম উদ দৌলা ও মিঠু খান। এ ছবিটিও চলতি বছরই মুক্তি পাবে বলে জানান মন্দিরা।