× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপস্থাপনার প্রিয়মুখ শান্তা জাহান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৩:৪৪ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৩:৪৬ পিএম

শান্তা জাহান

শান্তা জাহান

প্রজন্মের উপস্থাপকদের মধ্যে আলোচিত শান্তা জাহান। অনেকেই তাকে সময়ের সেরা উপস্থাপিকা হিসেবে আখ্যা দেন। তবে শান্তা জাহান নিজে কখনও বিচার করতে বা নিজের অবস্থান কী সে ব্যাখ্যায় যেতে চান না। শুধু নিজের কাজটা যথাযথভাবে করে যেতে চান সর্বোচ্চ দায়িত্ব নিয়ে। তাই দেশের প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠান থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠান তিনি বেশ প্রাণবন্ত উপস্থাপনা করে বারবার প্রশংসিত হয়েছেন। দেশের এবং দেশের বাইরের নানান ধরনের বড় বড় ইভেন্টের উপস্থাপনা করে ভীষণ প্রশংসা কুড়িয়েছেন শান্তা জাহান। আবার দেশের বিভিন্ন টিভি চ্যানেলে বড় বড় রিয়েলিটি শোসহ নানান ধরনের অনুষ্ঠানের উপস্থাপনায় শান্তা জাহান অনবদ্য। তাই দেশের যেকোনো ধরনের অনুষ্ঠানে উপস্থাপনায় এক নির্ভরতার প্রতীক শান্তা জাহান। গেল ১২ ফেব্রুয়ারি শান্তা জাহানের উপস্থাপনার ভীষণ প্রশংসা করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী, সংসদ সদস্য মো. আবদুল মান্নান, সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ অনেকেই।


সেদিন ছিল সুনামগঞ্জের সব সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার একটি বিশেষ অনুষ্ঠান। সে অনুষ্ঠানটিও ভীষণ প্রাণবন্ত হয়ে ওঠে শান্তা জাহানের অনবদ্য উপস্থাপনায়। নিজের অবস্থান এবং উপস্থাপনা প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘উপস্থাপনা জীবনের শুরু থেকেই আমি আমার কাজটুকু ভীষণ দায়িত্ব নিয়ে করে আসছি। হ্যাঁ, এটা সত্যি যে সময় যত যায়, অভিজ্ঞতা তত বাড়ে। শুরুতে যে ভুলত্রুটি হতো, এখন তা সহজে হয় না। অনুষ্ঠান সম্পর্কে আগেই তথ্য জেনে নিজের মতো করে একটি স্ক্রিপ্ট দাঁড় করাই; যাতে অনুষ্ঠান উপস্থাপনা করতে আমার সুবিধা হয়। প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা আমাকে বিভিন্ন সময় তাদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে নিজেকে উপস্থাপনের যথাযথ সুযোগ দিয়েছেন। উপস্থাপনা এখন অনেক বড় একটা শিল্প। অনেকেই এখন উপস্থাপনাতেই নিজের পেশা গড়ে নিতে আগ্রহী হচ্ছেন। সেই আগ্রহীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছি, এটাও কম বড় বিষয় নয়। আমার ধ্যানজ্ঞান সবই উপস্থাপনা ঘিরে। এখানেই সর্বোচ্চ স্থানে যেতে চাই আমি।’

মাঝে মাঝে শান্তা অভিনয়ও করেন। তবে তার প্রবল আগ্রহ একটি ভালো গল্পের সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা