প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৩:২৮ পিএম
সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী
অজয় মিত্র, গুণী গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। সাবিনা ইয়াসমিন, ফাহমিদা নবী থেকে শুরু করে এই প্রজন্মের অনেক সংগীতশিল্পী তার কথা ও সুরে গান গেয়েছেন। গত ৭ মার্চ নারী দিবসের ঠিক আগের দিন রাতে হঠাৎ ফেসবুক লাইভে চলে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তিনিও লাইভে এসে অজয় মিত্রের একটি গান পরিবেশন করেন। অজয় মিত্র তাতে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এরই মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হিন্দুস্তানি ক্লাসিক্যালে শিক্ষা নেওয়া বাংলাদেশের রংপুরের মেয়ে সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনীও অজয় মিত্রের কথা ও সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন।
গানটি এরই মধ্যে অজয় মিত্রের ফেসবুক পেজে প্রকাশিত আছে। গানের কথা হলো এমন- ‘তোমায় দেখে লাগে ভালো-কাড়ে আমার মন, চোখে তোমার চোখ পড়িলে-জুড়ায় দু’নয়ন, তুমি যদি পারো ভালোবেসো, দূরে থেকে আমার কাছে এসো।’ প্রেম ভালোবাসার এমন একটি গান করতে পেরে বেশ উচ্ছ্বসিত শ্রাবণী সায়ন্তনী। শ্রাবণী বলেন, ‘বলা যেতে পারে আমি এখন পর্যন্ত যত রোমান্টিক গান করেছি, তার মধ্যে শ্রদ্ধেয় অজয় মিত্র স্যারের লেখা ও সুর করা এই গান অন্যতম। গানের কথা ও সুর আমার এত ভালো লেগেছে যে, গানটি গাইবার সময় আমি যেন গানের খুব গভীরে প্রবেশ করে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই গান যেন আমারই জন্য সৃষ্টি। এমন সুন্দর একটি গান আমার কণ্ঠে তুলে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা অজয় মিত্র স্যারের প্রতি। আর চেষ্টা করছি গানে নিজেকে যথাযথভাবেই প্রস্তুত করতে। যে কারণে বিশ্ব ভারতীতে হিন্দুস্তানি ক্লাসিক্যাল বিষয়ে পড়াশুনা করছি আমি। সবার কাছে আশীর্বাদ চাই।’
এদিকে কিছুদিন আগে এটিএন বাংলায় প্রচারিত ‘পাঁচ ফোড়ন’ অনুষ্ঠানে শ্রাবণী ও আকাশের গাওয়া একটি গান প্রচারিত হয়। যদিও গানটি আগেই ইউটিউবে প্রকাশ হয়েছিল। কিন্তু ‘পাঁচ ফোড়ন’ অনুষ্ঠানের জন্য গানটির নতুন করে মিউজিক ভিডিও করা হয়। গানের শিরোনাম ছিলÑ ‘তোকেই শুধু চাই’। গানটি লিখেছেন আলআমিন জোমাদ্দার সবুজ ও আশিক মাহমুদ। সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ।