× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার মুক্তি পাচ্ছে পরাণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ০৯:৪৪ এএম

‘পরাণ’ সিনেমাটি আবারও মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায়

‘পরাণ’ সিনেমাটি আবারও মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায়

ঢাকাই সিনেমার চরম সংকটের দিনে আলোর মশাল জ্বালিয়ে এসেছিলপরাণ’। সাফল্যের আলোয় সিনেমাটি আলোকিত করেছে বক্স অফিস। গড়েছে অনেক রেকর্ড। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বেশ মোটা অঙ্কের আয় ঘরে তুলেছে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও পেয়েছে বেশ কিছু স্বীকৃতি।

বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি আবারও মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায়। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেছে। থেকে ১৪ মার্চ পর্যন্ত ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, মিরপুরের সনি স্কয়ার চট্টগ্রামের বালি আর্কেড শাখায়।

থেকে ১১ মার্চ পর্যন্ত শো চলবে বসুন্ধরা সিটি মলে বিকাল ৪টা সন্ধ্যা ৭টায়। চার দিন মিরপুরের সনি স্কয়ার চট্টগ্রামের বালি আর্কেড শাখায় ছবিটি দেখা যাবে প্রতিদিন বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ১টা ৫০ মিনিট, বিকাল ৪টা ৪০ মিনিট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

১২ থেকে ১৪ মার্চ শো চলবে বসুন্ধরা সিটি মলে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং মিরপুরের সনি স্কয়ার চট্টগ্রামের বালি আর্কেড শাখায় বেলা ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘পরাণ সিনেমার জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। মুক্তির প্রায় দুই বছর হতে চলল, তবু অনেক দর্শক ছবিটি দেখতে চান। সে ভাবনা থেকেই আমরা তিনটি শাখায় ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছি। আশা করছি দর্শকের ভালো সাড়া পাব।’

২০২২ সালের ১০ জুলাই প্রথম মুক্তি পায় পরাণ। টানা কয়েক মাস হলে চলেছে সিনেমাটি। এরপর উত্তর আমেরিকার প্রায় ৭০টি হলে মুক্তি দেওয়া হয় পরাণ। এটি মুক্তি পেয়েছে ইউরোপ-আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ আরও বেশ কিছু দেশের সিনেমা হলে।

ত্রিভুজ প্রেমের পরাণ সিনেমায় মূল তিনটি চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ অনেকে। ছবির গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা