প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১২:৩৮ পিএম
আব্দুন নূর সজল
জনপ্রিয় তারকা আব্দুন নূর সজল। এক যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের
আঙিনা মুখরিত করে রেখেছেন সফল পদচারণায়। যেমন তিনি সাফল্য পেয়েছেন মডেল হিসেবে তেমনি
টিভি নাটকের অভিনেতা হিসেবেও। সিনেমাতে নাম লিখিয়েও সজল পেয়েছেন সাফল্য ও প্রশংসা।
সর্বশেষ তার ‘জ্বিন’ ও ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা দুটি খুব আলোচনায় এসেছে। সজলের চরিত্র
দুটি হয়েছে প্রশংসিত।
গত ২০ ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। আর এই বিশেষ দিনেই তিনি নতুন সিনেমার
খবর জানিয়েছেন। সিনেমার নাম ‘জীবনের খেলা’। এটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। প্রযোজনায়
সাদামাটা। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এ সিনেমাতে সজলের নায়িকা সিন্ডি রোলিং। এটি তাদের
প্রথম যৌথ কাজ।
কথা ছিল সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি ফেব্রুয়ারিতেই। তবে সেটি
হয়নি। অভিনেতা বলেন, ‘প্রস্তুতি নিচ্ছি কোনো ঘাটতি রেখে কাজ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। ভালোভাবে
পর্দায় ফুটিয়ে তুললে দর্শক উপভোগ করবেন। তাই একটু ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। পুরো
টিমও সেভাবে তৈরি হচ্ছে। আমরা চাই সিনেমাটি যেন সবাই পছন্দ করেন।’
সিনেমার চরিত্রটি নিয়ে সজল বলেন, ‘সিনেমায় আমি এমন সব চরিত্রে কাজ
করতে চেয়েছি, যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন এবং পরিশ্রমের। তাতে হয় নতুন
কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখব। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব
ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। আশা করছি এ ছবিতে দর্শক
আমাকে নতুনভাবে পাবেন।’
এ ছবির মজবুত একটি উপাদান হবে গান। এর বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন
হৃদয় খান, ইমরান, কণা, মেহবুবা কামাল, ঐশী এবং জেফরি ইকবাল। সংগীত পরিচালনায় হৃদয় খান,
সজীব দাস ও নাভেদ পারভেজ। চলতি বছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে।