× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বাংলায় মিথিলা মৌসুম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১২:৫৭ পিএম

রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা এখন পুরোদস্তুর সিনেমার অভিনেত্রী। ঢালিউড থেকে টলিউড, দুই ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন। নতুন বছরের শুরুর দিকেই আসছে তার নতুন সিনেমা। নামকাজলরেখা’। যেটা নির্মিত হয়েছে প্রায় ৪০০ বছর আগের কাহিনী নিয়ে। ছবিটি নির্মাণ করেছেনমনপুরা’ খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। তিনি নিজেই জানিয়েছেন, এটি তার স্বপ্নের সিনেমা। সুতরাং ছবিটির বিশেষত্ব কতখানি, বলা বাহুল্য। এটি মুক্তি পাবে আসছে ঈদুল ফিতরে। সম্প্রতি ছবিটির মুক্তি উপলক্ষে শুরু হয়েছে প্রচার। এর অংশ হিসেবে গেল ২৬ ডিসেম্বর উন্মুক্ত করা হয়েছে ছবির অন্যতম চরিত্র কঙ্কনদাসীর ফার্স্ট লুক। সেখানে দেখা যায়, ছাইরঙা শাড়ি পরেছেন মিথিলা। চুলের মাঝখানে সিঁথি করা, সোনার গয়না আর নথে যেন প্রাচীন বাংলার নারীর অবয়ব ধারণ করেছেন। পোস্টারটি বেশ প্রশংসিত হয়েছে।


মিথিলা ছবিটি নিয়ে বলেন, ‘অনেক কারণেই কাজলরেখা বিশেষ একটি সিনেমা। আমাদের আশপাশে যেসব ছবি হয়, সেগুলোয় নায়ক-খলনায়ক চরিত্রে পুরুষ থাকেন। কিন্তু ছবিতে মুখ্য দুই চরিত্রই নারী। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। গোছানো টিম ছিল।’

দেশে যখন কাজলরেখা মুক্তির ঢোলাবাদ্যি বাজছে তখন ওপার বাংলায়ও আসতে চলেছে মিথিলা অভিনীত একটি সিনেমা। নাম অভাগিনী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরঅভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অনির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় তারকাকে।

২৯ মার্চ সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেও।


রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া আমার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে অভাগিনী। অনেক দিন আগে এর শুটিং শেষ করেছিলাম। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছিলাম। অনেক কষ্ট হয়েছে। সে সময় তাপমাত্রা ছিল অনেক কম। সবকিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আমি পশ্চিমবঙ্গের দর্শককে আমন্ত্রণ জানাতে চাইÑছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন।’

ছবিতে তার চরিত্র সম্পর্কে বলেন, ‘ছবিটিতে আমার চরিত্রটি অসাধারণ। এটি শরৎচন্দ্রের বেশ সুপরিচিত চরিত্র। তাই কাজটি চ্যালেঞ্জের ছিল। সাহিত্যের যেকোনো চরিত্রই পর্দায় তুলে আনা অন্যরকম একটি চ্যালেঞ্জের ব্যাপার। আনন্দও কিন্তু হয় অনেক। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। চরিত্রটার জন্য মানসিকভাবে অনেক খাটতে হয়েছে আমাকে। কাজটি সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

মিথিলা জানান, খুব শিগগিরই হয়তো বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে না হলেও কোনো ওটিটি প্ল্যাটফর্মে যেন নিজের দেশের দর্শক ছবিটি দেখার সুযোগ পান সে প্রত্যাশা এই অভিনেত্রীর।


অভাগিনীতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশে কাজলরেখা ছাড়াও মিথিলা শেষ করেছেন শিশুতোষ সিনেমানুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তারজলে জ্বলে তারা’ সিনেমাটিও। এর বাইরে দুই বাংলাতেই আরও কিছু নতুন কাজ নিয়ে আলোচনা চলছে। শিগগিরই নতুন কাজে যুক্ত হওয়ার ঘোষণা দেবেন মিথিলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা