প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১৬:২২ পিএম
আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমাটি পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। ডিসলেক্সিয়া নামক রোগে আক্রান্ত শিশু ঈশান আওয়াস্থির সেই গল্প মন ছুঁয়ে গিয়েছিল সবার। আমির অভিনয় করেছিলেন অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে। ধারণা করা হচ্ছে, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পার’ ছবির আঙ্গিকেই তৈরি হবে তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সূত্রের খবর, এবারও সামাজিক কোনো চর্চিত সমস্যা নিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।
ব্লকবাস্টার এ সিনেমার সিক্যুয়েল সিতারে জামিন পারের শুটিং আমির খান যে শুরু করেছেন সে খবর আগেও জানা গেছে। নতুন সিনেমার মুক্তি নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ করলেন আমির। এই তারকা জানিয়েছেন, ২০২৪ সালের বড়দিনেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
টিভিনাইনকে দেওয়া সাক্ষাৎকারে আমির এ কথা জানান। ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার পরবর্তী ছবি হতে চলেছে। আমরা ছবিটা আগামী বড়দিনে মুক্তির পরিকল্পনা করছি। চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল।’
সিনেমায় আমির তো থাকছেন, রয়েছে আরও চমক। আমিরের কথায়, ‘ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ক্যামিও চরিত্রে রয়েছি।’
সূত্রের খবর, এ ছবিতে আমির ছাড়াও রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এ প্রথম তারা কোনো ছবিতে জুটি বাঁধতে চলেছেন।
সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় আমির অভিনীত ছবি ‘লাল সিং চড্ডা’। অস্কারজয়ী ইংরেজি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক এ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। ব্যর্থতার ক্ষত ভুলতে আমির অভিনয় থেকে সাময়িক বিরতিরও ঘোষণা দেন। কিন্তু দর্শকের প্রত্যাশায় আবার তিনি অভিনয়ে ফিরছেন। তবে ২০২৪ সালের বড়দিনে মুক্তি দিলে ছবিটির সঙ্গে বক্স অফিসে লড়াই হতে পারে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর।