× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ঢাকায় গাইবেন বাদশাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ২০:৫০ পিএম

আজ ঢাকায় গাইবেন বাদশাহ

হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত বাদশাহ। তিনি এরই মধ্যে তার বহুমুখী প্রতিভার কারণে ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতমুখ হিসেবে সুনাম অর্জন করেছেন। পরপর তিন বছর ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলিব্রেটি হিসেবে তিনি ফোর্বস ইন্ডিয়ার টপ ১০০ জন সেলিব্রেটির তালিকায় স্থান পেয়েছেন।

তার জনপ্রিয়তা রয়েছে নানা দেশসহ বাংলাদেশেও। এবার এই তারকা প্রথমবারের মতো ঢাকায় আসছেন। আজ টেকনো স্পার্ক ২০ সিরিজ লঞ্চিং উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট। সেখানেই সুরের তালে মাতাবেন বাদশাহ। 

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, এক্সপো জোন) অনুষ্ঠিত হবে টেকনো মিউজিক ফেস্ট। বিনোদনে ভরপুর অনুষ্ঠানটিতে থাকতে যাচ্ছে চমকপ্রদ সব আয়োজন। বলিউডের অন্যতম র‌্যাপার ও কম্পোজার বাদশাহ ছাড়াও এতে যোগ দেবেন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির স্বনামধন্য কয়েকজন শিল্পী। যার মধ্যে থাকছেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়। 

ভারতের শীর্ষ র‌্যাপার ও গায়ক বাদশাহ। তার পুরো নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া। কিন্তু এই নামে তাকে তেমন কেউই চেনে না। তিনি পরিচিত বাদশাহ নামে। তার গান মানেই তরুণ শ্রোতাদের কাছে বিশেষ আয়োজন। ‘গেন্দা ফুল’ গানটি দিয়ে তিনি বাংলাদেশের দর্শক ও শ্রোতাদের কাছে দারুণভাবে পরিচিতি লাভ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা