প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৬ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৪ পিএম
টম ক্রুজ
‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজকে আগামীতে পর্দায় আনছেন মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতু। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি ও ডেডলাইন খবরটি নিশ্চিত করেছে। ২০১৫ সালে অস্কারজয়ী ‘দ্য রেভেন্যান্ট’-এর পর এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম ইংরেজি সিনেমা। নতুন এই সিনেমার মাধ্যমে ১০ বছর পর ইনারিতুর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করতে এক হয়েছেন নিকোলা জিয়াকোবোন ও আলেক্সান্দ্র দিনালারি জুনিয়র। এর আগে ইনারিতুর প্রথম ইংরেজি ছবি ‘বার্ডম্যান’-এর চিত্রনাট্য করেছিলেন তারা।
জানা গেছে, কঠোর গোপনীয়তার মধ্যে নতুন এই সিনেমার কাজ এগিয়েছে। পরিচালনার সঙ্গে ছবিটির প্রযোজক ও সহচিত্রনাট্যকারও ইনারিতু। সিনেমার বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি। টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন : ইমপসিবল-ডেড রেকনিং’ সিনেমায়। অন্যদিকে আলেহান্দ্রো গনজালেস ইনারিতু এ সময়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী পরিচালক। ‘বার্ডম্যান’- এর বছরখানেক পর ইনারিতু নির্মাণ করেন তার দ্বিতীয় ইংরেজি ভাষার ছবি ‘দ্য রেভিন্যান্ট’। যা সাড়া ফেলে দিয়েছিলে বিশ্বজুড়ে। সেই ছবিতে অভিনয় করেছিলেন হলিউডের আরেক সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। যে চরিত্রে অভিনয় করে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে অস্কার উঠে ক্যাপ্রিওর হাতে!
‘২১ গ্রামস’, ‘বাবেল’, ‘বিউটিফুল’, ‘বার্ডম্যান’ থেকে ‘দ্য রেভেন্যান্ট’ বানিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। সেরা নির্মাতা হিসেবে দুবার অস্কার জিতেছেন ৬০ বছর বয়সি এই নির্মাতা।