× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারের দৌড়ে প্রিয়াঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৮ পিএম

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কারণ চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের এবারের আসরে মনোনয়ন পেয়েছে তার প্রযোজিত সিনেমা। ১০ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৬তম আসর। সেদিকে তাকিয়ে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীরা।

এবার অস্কারের জন্য মনোনীত হয়েছে ‌‘টু কিল আ টাইগার’ সিনেমাটি। সিনেমাটি এ বছর অস্কারের সেরা ফিচার ডকুমেন্টারি বিভাগে মনোনীত হয়েছে। এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাটি এ বছর অস্কারের সেরা ফিচার ডকুমেন্টারি বিভাগে মনোনীত হয়েছে। সিনেমাটি দিয়ে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এবার অস্কারের মঞ্চে নতুন রূপকথা লেখার অপেক্ষায় তিনি।

ভক্তদের সঙ্গে এ সুখবর ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে ডেডলাইন আর্টিকেলের স্ক্রিনশট পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তথ্যচিত্রের দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। ২০২২ সালে যখন আমি প্রথম এই সিনেমার স্ক্রিপ্ট দেখি, তখনই আমি মুগ্ধ হই। এ সিনেমায় দেখানো হয়েছেÑ একজন বাবা কীভাবে ধর্ষণের শিকার তার কিশোরী মেয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সাহসী সংগ্রামের পথ বেছে নিয়েছেন। এই প্রকল্প একজন নিষ্ঠাবান বাবার তার প্রিয় মেয়ের প্রতি অসীম ভালোবাসা ও দৃঢ় সংকল্পের প্রমাণ।’

২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কের ফিল্ম ফোরাম প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টু কিল আ টাইগার’।

এদিকে খুব শিগগিরই নেটফ্লিক্স সিনেমাটি প্রচার করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা