× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জওয়ান দিয়ে সেরা শাহরুখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৬ পিএম

জওয়ান দিয়ে সেরা শাহরুখ

২০ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। সেখানে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান, রানি মুখার্জি, শাহরুখ খান, শহিদ কাপুরসহ অনেক সেলিব্রিটি। শাহরুখের জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে এবার।

সেরা অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কৃত হয়েছেন শাহরুখ খান। এদিন কালো স্যুট পরে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেছেন অভিনেতা। পুরস্কার গ্রহণ করে কেমন অনুভূতি, সেই নিয়েও কথা বলেছেন শাহরুখ। মজার মন্তব্য, আর মিষ্টি হাসি দিয়েও এদিন সকলের মন জয় করেছেন এসআরকে।

শাহরুখ বলেন, ‘প্রায় এক বছর আগে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছিলাম। তাই মনে হচ্ছিল, যেন আর পাবই না। খুব খুশি হয়েছি। আমি পুরস্কার পেতে খুব ভালোবাসি। আমি লোভী। কিন্তু আমার থেকেও বিনোদ চোপড়ার বেশি ভালো লাগবে। আমরা ভাগ করে নেব পুরস্কার। আমি কৃতজ্ঞ এজন্য যে, যেসব কাজ আমি করে এসেছি মানুষ সেগুলো মনে রেখেছে। একজন শিল্পীর কাজে শুধুমাত্র কাজটা গুরুত্বপূর্ণ হয়, আশেপাশের মানুষ সেটাকে যেভাবে দেখছে সেটাও জরুরি। তার মধ্যে রয়েছে অ্যাটলি স্যার, নয়নতারা জি, বিজয় সেতুপতি। সবার কাছ থেকেই সাহায্য পেয়েছি। প্রতিজ্ঞা করছি যত দিন পারব আরও বেশি পরিশ্রম করব, আর দেশবাসীকে আরও বিনোদন জোগাব আর যারা বিদেশে রয়েছেন তাদেরও। যদি আমায় পড়তে হয়, উড়তে হয়, নাচ বা রোম্যান্স করতে হয়, ভালো-মন্দ সবভাবে অভিনয় করতে হয় সবটাই করব।’

‘জওয়ান’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সেই ছবিতেই নায়িকা হিসেবে নজরকাড়া অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নয়নতারা। আবারও অ্যাটলি পরিচালিত ছবিতে সুর দিয়ে অনিরুদ্ধ রবিচন্দরও পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। তাদেরকেও অভিনন্দন জানান শাহরুখ খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা