× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমার বর্ণমালা’য় মৌসুমী হামিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৪ পিএম

‘আমার বর্ণমালা’য় মৌসুমী হামিদ

দেশের নন্দিত অভিনেত্রী মৌসুমী হামিদ। লাক্স সুপারস্টার হিসেবে শোবিজে যাত্রা করেন তিনি। এরপর টিভিসি, নাটক ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। সময়ের নতুন সংযোজন ওটিটির কনটেন্টেও তার উপস্থিতি উল্লেখ করার মতো। নানা সংকট ও প্রতিবন্ধকতাকে এড়িয়ে মৌসুমী অভিনয়ের ক্যারিয়ার নিয়ে এগিয়ে চলেছেন স্বমহিমায়। বিশেষ দিবসগুলোতেও তার উপস্থিতি নজর কাড়ে।

সম্প্রতি তিনি শেষ করেছেন নতুন একটি নাটকের কাজ। এর নাম ‘আমার বর্ণমালা’। এটি নির্মাণ করেছেন সীমান্ত সজল। ভাষা দিবসের জন্য তৈরি এ নাটক প্রচার হবে আজ বুধবার মাছরাঙা টেলিভিশনে রাত ১০টা ৩০ মিনিটে। পরিচালনার পাশাপাশি এর রচনা ও চিত্রনাট্যও করেছেন সীমান্ত সজল। 

মৌসুমী হামিদ ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, কায়েস চৌধুরী, মুকুল সিরাজ, সাজু মেহেদীসহ শতাধিক শিশু-কিশোর অভিনয় শিল্পী। 

পরিচালক বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে ভাষা দিবসের বিশেষ এই নাটকে নতুন প্রজন্মের মনে দেশের প্রতি শ্রদ্ধা আর ভাষার প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলার এক দূরন্ত চেষ্টা করা হয়েছে।’

নাটকটিতে কাজ করে খুশি মৌসুমীও। তিনি বলেন, ‘‘গ্ল্যামার আর রোমান্সের যে ছড়াছড়ি আজকালের নাটকে, সেই স্রোতের বাইরের একটি নাটক ‘আমার বর্ণমালা’। এর গল্পটা এখন বলতে চাই না। তবে দর্শক নাটকটি দেখে মাতৃভাষা ও দেশের প্রতি আবেগী হবেন। রক্তের বিনিময়ে পাওয়া মায়ের ভাষায় কথা বলার অধিকার, স্বাধীন মানচিত্র আমাদের শ্রেষ্ঠ অর্জন। নতুন প্রজন্মকে সে বিষয়ে নতুন করে ভাবাবে নাটকটি। আমি সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাই।’’

এদিকে মৌসুমী হামিদ নতুন বছরের শুরুতে বিয়ের পিঁড়িতে বসেছেন। বেশ কিছু দিন ধরে তিনি প্রেম করছিলেন আবু সাইয়িদ রানার সঙ্গে। অবশেষে তাদের প্রেমের এ সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। ১২ জানুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। মৌসুমী হামিদের বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে তিনি ক্যামেরার পেছনে কাজ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা