× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুফানে মিমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৪ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম

তুফানে মিমি

শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক রায়হান রাফি। নাম ‘তুফান’। বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ সিনেমাটি প্রযোজনা করবে। দুই দেশের তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান মিলে বিগ বাজেটে নির্মাণ করবে ছবিটি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতে চালু হবে এ সিনেমার ক্যামেরা। ভারতের রামুজি ফিল্ম সিটিতে হবে দৃশ্যায়ন। এরপর বাংলাদেশেও হবে শুটিং।

তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে এ ছবির নায়িকা নিয়ে। তুফানে শাকিবের বিপরীতে কে থাকছেন? জয়া আহসান, তমা মির্জা, নুসরাত ফারিয়াসহ বেশ কিছু নাম এসেছে আলোচনায়। এবার সিনেমাটির ঘনিষ্ঠসূত্রে জানা গেল, তুফানে শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর আগে শাকিব ওপার বাংলার বেশ কজন অভিনেত্রীর নায়ক হলেও মিমির সঙ্গে এটাই প্রথম কাজ হবে।

সূত্র জানান, মিমির সঙ্গে কাজের কথা প্রায় পাকাপাকি। ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই মিমির ব্যাপারে গ্রিন সিগন্যাল মিলেছে। শিডিউল মিলে গেলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

আরও জানা গেল, ছবির চিত্রনাট্যে কাটছাঁট চলছে। বদলে যাবে চরিত্রের নামগুলো। গল্প ও দৃশ্যায়নেও আসতে পারে পরিবর্তন। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সে লক্ষ্যেই কাজ গুছিয়ে নিচ্ছেন রায়হান রাফি।

এর আগে সিনেমাটির নাম ঘোষণা করা হয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে। সেখানে শাকিব খান বলেছিলেন, ‌‘দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা মিলে এ সিনেমায় লগ্নি করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই যৌথভাবে এগোচ্ছি, সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানো। আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকা ব্যবসা করবে। হতে পারে তুফান আমাদের সে সুযোগ এনে দেবে।’

রায়হান রাফি বলেন, ‘সুড়ঙ্গ সিনেমার পর আমার স্বপ্ন ছিল বড় আয়োজনে একটা সিনেমা নির্মাণের। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় প্রাপ্তি। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা