× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হীরালাল সেন পদক পেয়েছে আদিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১০ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৪ পিএম

হীরালাল সেন পদক পেয়েছে আদিম

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত 'আমার ভাষার চলচ্চিত্র' উৎসবে (ডিইউএফএস) হীরালাল সেন পদক-১৪৩০ পেয়েছে সিনেমা ‘আদিম’। এর নির্মাতা যুবরাজ শামীমের হাতে পদক তুলে দেন আয়োজকরা। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এই পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবেরও পর্দা নামল। ১২ ফেব্রুয়ারি 'আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’ শিরোনামে পাঁচ দিনের এ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল। উৎসবে দেখানো হয়েছে নতুন ও পুরোনো মিলিয়ে ২০টি বাংলা চলচ্চিত্র।

শুক্রবার সমাপনী সন্ধ্যায় যুবরাজ শামীমের হাতে 'হীরালাল সেন পদক–১৪৩০' তুলে দেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'মুজিব : একটি জাতির রূপকার’ এবারের উৎসবে বিশেষ পুরস্কার পায়। পুরস্কার গ্রহণ করেন 'মুজিব'-এর নির্বাহী প্রযোজক ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

উৎসবের শেষ দিন দেখানো হয় আদিমসহ চারটি চলচ্চিত্র। বাকি চলচ্চিত্রগুলো হল হুব্বা, ডিয়ার মাদার ও দহন।

এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল 'আদিম'। গেল বছর ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

নির্মাতা যুবরাজ শামীম জানান, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'আদিম'।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা