× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৯ পিএম

শুরু হচ্ছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ বৃহস্পতিবার উৎসবের পর্দা উঠছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরই মধ্যে গত মঙ্গলবার উৎসবের লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচন পর্ব সম্পন্ন হয়েছে।

উৎসবে চারটি বিভাগে দেওয়া হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। উৎসবে জুরি হিসেবে রয়েছে ভারত থেকে ধার্মেন্দার ডাঙ্গী, ড. আবিদ, নেপাল থেলে কেপি পাটক, শ্রীলঙ্কা থেকে রোদনি রাথিপানা, জার্মানি থেকে ইন্দো স্টারজ এবং বাংলাদেশ থেকে আশরাফ শিশির ও সাদিয়া খালিদ রীতি।

চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে আজ বেলা ৩টায় শুরু হবে চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা। প্রশিক্ষণ প্রদান করবেন নেপালের চলচ্চিত্র নির্মাতা অরুণ দেও জোসি। বিকাল ৪টায় শুরু হবে চলচ্চিত্রের প্রদর্শনী এবং আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হবে বিকাল ৫টায়।

উদ্বোধন করবেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম। উদ্বোধনের পর থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রথম দিনের জন্য নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী।

উৎসবের দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। দুপুর ২টায় থাকবে ‘উইমেন ইন ফিল্ম’ শিরোনামে চলচ্চিত্রবিষয়ক মাস্টার ক্লাস। ক্লাস পরিচালনা করবেন ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি। এর পর ৩টায় শুরু হবে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা এবং বিকাল ৪টা থেকে নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী, চলবে রাত ৯টা পর্যন্ত।

উৎসবের শেষ দিন শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ও পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে দেখা যাবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ ছাড়া সমাপ্তির দিনে পুণ্ড্রনগর সম্মাননা পাবেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং নাট্যজন তৌফিক হাসান ময়না। এরপর রাত ৯টা পর্যন্ত চলবে নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা