× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারের পর বাফটার মঞ্চে দীপিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৬ পিএম

অস্কারের পর বাফটার মঞ্চে দীপিকা

দীপিকা পাড়ুকোন অনেক আগেই হলিউড সিনেমায় নাম লিখিয়েছেন। গত বছর অস্কারের মঞ্চেও পা রেখেছেন রণভীর পত্নী। এবার তাকে দেখা যাবে বাফটার মঞ্চে। ‘ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপিকা। 

মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর দিলেন নায়িকা। লন্ডনের রয়্যাল ফেস্টিভ অডিটোরিয়ামে বসতে চলেছে ‘বাফটা’র আসর।

দীপিকা ‘বাফটার’ তরফে আসা আমন্ত্রণপত্রটিও স্টোরিতে দিয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি সিনেমা জগতের শ্রেষ্ঠত্বের সম্মান জানানোর এই আন্তর্জাতিক মঞ্চ আলোকিত করবেন দীপিকা। এই মঞ্চে ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপার মতো তারকাদের সঙ্গে একই সারিতে দেখা যাবে দীপিকাকে।

‘দিল সে’-র শুটিংয়ে প্রীতিকে ভোল বদলাতে বাধ্য করেছিলেন মণিরত্নম! কী ঘটেছিল সে দিন?

আরও এক বার আন্তর্জাতিক মঞ্চে দীপিকার উপস্থিত থাকার এই খবরে খুশি নায়িকার অনুরাগীরা। সে দিনের অনুষ্ঠানে দীপিকা কী পরবেন, তা নিয়েও চলছে জল্পনা। তবে দীপিকা অবশ্য এ প্রসঙ্গে অন্য কোনও তথ্য দেননি এখনও। বলিউডের ‘মস্তানি’ কী চমক দেবেন ১৯ তারিখে, সে দিকেই তাকিয়ে গোটা দেশ।

২০২৩ সালে অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। ভারতীয় ছবি ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের সঙ্গে অস্কার মঞ্চে ব্রডওয়ে কায়দায় পারফর্ম্যান্সের ঘোষণা করেছিলেন দীপিকা। গোটা দেশকে গর্বিত করেছিলেন তিনি। এ বার দীপিকার সাফল্যের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা