প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৫ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৯ পিএম
টাইগার শ্রফ
বলিউড সিনেমা
‘সিংঘাম’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এ সিরিজের দুটি সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে।
সিনেমার তৃতীয় কিস্তি মুক্তি পাবে ১৫ আগস্ট। এরই মধ্যে সিনেমার শেষ লটের শুটিং নিয়ে
ব্যস্ত হয়ে পড়েছেন নির্মাতা রোহিত শেঠি। তারকানির্ভর এই সিনেমায় প্রথমবারের মতো দেখা
যাবে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে।
সিনেমার শুটিংয়ে যুক্ত হতে সম্প্রতি টাইগার শ্রফ মুম্বাই এসেছেন। ইনস্টাগ্রামে নির্মাতা রোহিত শেঠির সঙ্গে টাইগার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘শহরে নতুন ‘সিংঘাম’।’
তারকায় ভরপুর
বিগ বাজেটের এই সিনেমায় এবার দেখা যাবে লেডি ‘সিংঘাম’ রূপে দীপিকাকে। এ ছাড়া অজয় দেবগনের
পাশাপাশি অক্ষয় কুমার ও রণবীর সিংও অভিনয় করেছেন।