প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৯ পিএম
নাজমুন মুনিরা ন্যানসি ও হৃদয় খান
আসছে ভালোবাসা
দিবসকে সামনে রেখে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ও হৃদয় খান দ্বৈতভাবে
গেয়েছেন ‘আলিঙ্গন’ শিরোনামে গান। শফিক তুহিনের কথায় সুর-সংগীত করেছেন হৃদয় খান। রোমান্টিক
ঘরানার গানটি হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভালোবাসা দিবসের দিন প্রকাশ করা
হবে।
গানটি প্রসঙ্গে
হৃদয় খান বলেন, ‘এর আগে ন্যানসির সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে একটি গানে কণ্ঠ দিয়েছিলাম।
তবে অডিওতে এই প্রথম দুজন একসঙ্গে কণ্ঠ দিলাম। শ্রোতারা এ সময় যে ধরনের গান শুনতে চায়,
এটি তেমন একটি গান। ন্যানসির ভোকাল ইউনিক। তার ভয়েসটা ভেবেই গানটি করা।’
গানটির পাশাপাশি
হৃদয় খান ‘বলো না’র দ্বিতীয় ভার্সন শিগগিরই প্রকাশ করবেন বলে জানান। এর মিউজিক ভিডিওর
শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।