প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৯ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৩ পিএম
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এক দিন পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
নুসরাতের মা ফিরদৌস পারভিন জানান, এখন একটু ভালো আছেন অভিনেত্রী। তবে উন্নত চিকিৎসা নিতে হবে।
খুব শিগগিরই তাকে চিকিৎসার জন্যে বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
ফিটনেস নিয়ে সচেতন অভিনেত্রী। নিয়মিত শরীরচর্চা করেন। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ বাড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। তার পর অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়।
সবার কাছে ফারিয়ার দ্রুত আরোগ্যলাভের জন্য দোয়া প্রার্থনা করেছেন তার মা।