× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেকে ছাড়তে শাহরুখের কাছে টাকা চাওয়ায় সমীরের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৭ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৪ পিএম

ছেলেকে ছাড়তে শাহরুখের কাছে টাকা চাওয়ায় সমীরের বিরুদ্ধে মামলা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করে আলোচনায় আসেন ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এরপর তিনি আরিয়ানকে মুক্তির বিনিময়ে ২৫ কোটি রুপি দাবি করেন। তার নামে এবার অর্থ তছরুপের মামলা দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। 

সিবিআইয়ের পক্ষ থেকে এর আগে তার বিরুদ্ধে ২৫ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ করে এফআইআর করা হয়েছিল। বলা হয়েছিল, এই টাকা তিনি দাবি করেছিলেন শাহরুখ খানের পরিবার থেকে। শাহরুখপুত্র আরিয়ানের নাম মাদক মামলায় না জড়ানোর বিনিময়ে বলিউড বাদশাহ থেকে তিনি এই টাকা দাবি করেন। সেই বিষয়ে এবার নতুন করে মামলা করল ইডি। শুরু হয়েছে তদন্ত। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই কেন্দ্রীয় সংস্থার পক্ষে এদিন প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে একটি কেস দায়ের করা হয়েছে। সমীর ছাড়াও এ বিষয়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর একাধিক অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ইডি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই ঘটনায় ভারতজুড়ে ওঠে আলোচনার ঝড়। তার এক দিন পর গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানকে। নিম্ন আদালত বারবার তার জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে মুম্বাই হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে।

ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান তিন অভিযুক্ত দেখানো হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে।

এরপর পুরো কেস অন্য মোড় নেয়, যখন ২০২১ সালে একজন সাক্ষী এসে জানান যে তিনি দেখেছেন আরিয়ান খানকে সেই কেস থেকে মুক্ত করার জন্য একজন নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসার এবং অন্যান্য একাধিক ব্যক্তি ২৫ কোটি রুপি দাবি করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা