× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান সুজাতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৪ এএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৭ এএম

মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান সুজাতা

রূপবান’ খ্যাত জীবন্ত কিংবদন্তি নায়িকা সুজাতা। অভিনয়ে বর্তমানে খুব বেশি নিয়মিত নন। শুধু দীপ্ত টিভিতে প্রচারচলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে অভিনয় করছেন। তাও আবার দুই মাসে বা তিন মাসে একদিন তার শুটিংয়ের তারিখ আসে, এমনটাই জানালেন তিনি। ভালো গল্পের কোনো সিনেমায়ও কাজ করার সুযোগ পাচ্ছেন না। তবে এখনও তার প্রবল আগ্রহ সিনেমায় অভিনয় করার।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন সুজাতা। এর আগে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের জন্য দুবার মনোনয়নপত্র কিনেছিলেন। এবারও মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। সুজাতা আজিম বলেন, ‘আমার ও শ্বশুরবাড়ির সবাই আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী। মুক্তিযুদ্ধে আমাদের পরিবার বিশেষ ভূমিকা রেখেছে। আমি নিজেও মনেপ্রাণে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী। এর আগেও দুবার মনোনয়নপত্র কিনেছিলাম। এ নিয়ে তৃতীয়বার। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবার সদয় বিবেচনা করবেন। যদি নাও করেন তাতেও আমার কোনো কষ্ট থাকবে না। কারণ তিনিই ভালো জানেন, বোঝেন কী করতে হবে না করতে হবে। সবার কাছে দোয়াপ্রার্থী আমি।’

আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করতে চান সুজাতা।

১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। এতে ১২ বছর বয়সি নায়িকার চরিত্রে অভিনয় করেন তন্দ্রা মজুমদার নামে এক কিশোরী। পরিচালক সালাহউদ্দিন এ তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শকহৃদয়ে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা সুজাতা। মাঝে এক যুগের বেশি সময় দূরে ছিলেন এ মাধ্যম থেকে। তবে প্রাণের টানে ফিরেও এসেছেন অভিনয়ে। এখন অবসর আর অভিনয় দুই মিলিয়েই কাটছে তার। নায়িকা হিসেবে সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্র রূপবান, ডাকবাবু, জরিনা সুন্দরী, অপরাজেয়, আগুন নিয়ে খেলা, কাঞ্চনমালা, আলীবাবা, বেঈমান, অনেক প্রেম অনেক জ্বালা, প্রতিনিধি ইত্যাদি। ১৯৭৭ সালে তিনি সর্বশেষ নায়িকা হিসেবে রহিম নেওয়াজ পরিচালিত ‘রাতের কলি’ চলচ্চিত্রে অভিনয় করেন। বাংলাভিশনে প্রচারিত হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘রঙ্গের দুনিয়া’ ধারাবাহিক সুজাতা অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। এরপর তিনি একই পরিচালকের ‘বয়রা পরিবার’, ‘লাল পাহাড়’, ‘সাক্ষী দুর্বল’ ধারাবাহিকে অভিনয় করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা