× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনের কষ্টে আবার গান গাইছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২২ ১৭:০৩ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২২ ১৪:৩২ পিএম

হিরো আলম। সংগৃহীত ছবি

হিরো আলম। সংগৃহীত ছবি

সম্প্রতি রবীন্দ্র সংগীত গাওয়া নিয়ে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হিরো আলমকে। দেয়া হয়েছে নাম পরিবর্তন করার নির্দেশনাও। এ সব বিষয় নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হিরো আলম। সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তী শুক্লা ।

প্রশ্ন: হিরো আলম ভাই, কেমন আছেন?

হিরো আলম: খুব একটা ভাল নাই। আপনি তো জানেন কয়দিন ধরে খুব টেনশনে আছি। 

প্রশ্ন: রবীন্দ্র সংগীত গাওয়া নিয়ে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ নিয়ে আপনার পক্ষে ও বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে আপনার কিছু বলার আছে?

হিরো আলম: প্রশাসনের সিদ্ধান্তে একটা কথাই বলতে চাই, আমি যদি কোনো অন্যায় করে থাকি অবশ্যই আমার শাস্তি হবে। কিন্তু কারও ব্যক্তি স্বাধীনতায় আঘাত দেয়ার অধিকার নেই। তারা ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। হঠাৎ করে আমাকে অফিস থেকে তুলে নিয়ে প্রশ্ন করতেছে, গান কেন গাইলা? ভিডিও কেন করলা? আমকে ডেকে নিলেই পারতো, যে তোমার নামে অনেক কিছু শুনছি আসো। মুচলেকা দেয়ার দরকার ছিল না তো। 

প্রশ্ন:  এর আগে আপনি দু'একটি জায়গায় ইন্টারভিউতে বলেছেন, আমার গলায় সুর নেই কিন্তু আমার তো গাইতে ইচ্ছে করে। এমন অনেকেই আছেন যাদের সুর তাল না থাকলেও শখের বসেই গান গাইছেন। এ নিয়ে কোনো অভিযোগ-

হিরো আলম: হিরো আলম গাইলে দোষ। কারণ হিরো আলমের চেহারা সুন্দর না। হিরো আলম ভাল করে কথা বলতে পারে না। হিরো আলমের টাকা পঁয়সা নাই। তার মামা-খালু নাই- এই কারণে এই আইনডা খালি হিরো আলমের জন্য। হিরো আলমের ক্ষমতা নাই তাই এই আইন তার ওপরই কার্যকারী হবে। 

প্রশ্ন:  আশরাফুল হোসেন আলম। যদিও সামাজিক মাধ্যমে আপনি পরিচিত হিরো আলোম বলেই। বাংলাদেশে এটা খুব পুরোনো সংস্কৃতি যে অনেকেই ভিন্ন নামে পরিচিতি পেয়েছেন। প্রশাসন থেকে আপনার নাম বদলানোর নির্দেশ দেয়া হয়েছে। এটার সত্যতা কতটুকু?-তাই যাদি হয় আপনি কি নাম পরিবর্তন করছেন? 

হিরো আলম: মিডায়াতে অনেক নায়ক-নায়িকা তাদের আসল নাম ব্যবহার করেন না। তাদের নাম ডিরেক্টরদের দেওয়া। কিন্তু আমার হিরো আলম নাম নিজের দেয়া। তারা আমাকে নাম পরিবর্তন করার কথা বলেছে। বলছে তোর চেহারা কোনো দিন আয়নায় দেখেছিস যে নিজেকে হিরো দাবি করিস? হিরো বলতে কি বোঝায়, সিনেমা দেখিস না, গান দেখিস না? ফেইসবুক, ইউটিউব সব জায়গা থেকে এই নাম চেইঞ্চ করবি। তাদের কথা, আমার চেহারা ভাল না, অভিনয় ভাল না এই কারণে নাকি বাইরে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সম্মান যাচ্ছে। 

প্রশ্ন: এই কথার ওপর আপনার নিজের কোনো যুক্তি দিয়েছেন? 

হিরো আলম: না, না। ওনারা খালি বলছে, আমি শুনছি। আমি কেন নাম পাল্টাবো? কোনো ডিরেক্টর, প্রডিউসার কি এই নাম দিয়েছে? হিরো আলমকে ভাল করার জন্য কি কেউ কোনো সুযোগ দিয়েছে? একটা ভাল নাটক, গান বা সিনেমায় কাজ করার সুযোগ তো তারা আমাকে দেয়নি, তাহলে নাম বদলাতে কেন বলবে? তাদের সমস্যা নজরুল গীতি, পল্লিগীতি যেন না গাই, পুলিশের পোশাক যেন না পরি। সেই সমস্ত বিষয়ে মুচলেকা নিক। কিন্তু ব্যক্তিগত বিষয়ে বাধা দিতে পারে না।

প্রশ্ন: এবার কাজের কথা জানি, সামনে কি আছে? 

হিরো আলম: সামনে আমার তিনটা সিনেমা রিলিজ হবে। এর মধ্যে আছে নষ্ট হওয়ার কষ্ট ও টোকাই....। কিন্তু ডিবি অফিস থেকে আসার পর আমি নতুন একটা গান রিলিজ করেছি। মনের কষ্টে এই গান লিখেছি- 'আমার জেল হবে না ফাঁসি হবে'। অনেকে বলছে,' হিরো আলম মুচলেকা দিয়েছে সে আর গান গাইবে না'। এটা ভুল। আমি গান গাইবো। মনের দু:খ, কষ্ট তুলে ধরি গানে। 

প্রশ্ন: আর একটা প্রশ্ন আছে হিরো আলম ভাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার নানা রকম কনটেইন্ট নিয়ে বেশির ভাগ মানুষই কিন্তু আপনার সমালোচনাই করেছেন এত দিন। কিন্তু সম্প্রতি প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার পাশেও কিন্তু অনেকে দাঁড়িয়েছেন-

হিরো আলম: এ জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। বড় বড় গবেষক, লেখক, অভিনেতা আমার পক্ষে কথা বলেছেন, আমাকে নিয়ে লিখেছেন। আমি বুঝতে পেরেছি বাংলাদেশের মানুষ আমাকে ভালবাসে। তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে। এই ভালবাসার জন্য আমি সত্যি কৃতজ্ঞ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা