× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপুর ছায়াবৃক্ষের সামনে শ্রাবণ জ্যোৎস্নায় দীঘি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৯ পিএম

প্রার্থনা ফারদিন দীঘি ও অপু বিশ্বাস

প্রার্থনা ফারদিন দীঘি ও অপু বিশ্বাস

সময় মানুষকে অনেক বৈচিত্র্যময় মুহূর্তের মুখোমুখি করে। সেসব মুহূর্ত মনকে পুলকিত করে, আনন্দ দেয়। যেমন আনন্দ পাচ্ছেন দুই নায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি। একদিন নায়িকা অপু বিশ্বাসের সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন দীঘি। ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘টপ হিরো’ ইত্যাদি উল্লেখযোগ্য। সেসব সিনেমা সুপারহিট হয়েছে। দীঘিও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

মেঘনা যমুনার জল গড়িয়ে অনেক সময় বয়ে গেছে। ছোট্ট সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বেশ কিছু সিনেমায় তিনি গ্ল্যামার ছড়িয়ে আলোচিত হয়েছেন। বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ বেগম মুজিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। আসছে ১৬ ফেব্রুয়ারি দীঘি হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। একই দিনে মুক্তি পাবে অপু বিশ্বাসেরও সিনেমা।

সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এখানে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। সিনেমায় অনুপ চরিত্রে অভিনয় করেছেন নিরব। আর অপু বিশ্বাসকে দেখা যাবে তুলি চরিত্রে।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায়। ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে গেল বছরের অক্টোবরে। আসছে ১৬ ফেব্রুয়ারি সারা দেশে সিনেমাটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের সিনেমা মুক্তির জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে।’

এ ছবির চরিত্রের প্রয়োজনে ওজন কমিয়েছিলেন অপু। তিনি সিনেমাটি নিয়ে বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তা সক্ষম হবে বলে মনে করছি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আশা করি দর্শক ভিন্ন ধরনের গল্পের সিনেমাটি দেখে বারবার দেখতে চাইবেন।’

এদিকে দীঘি অভিনীত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমাটি মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্পে দেখা যাবে যুক্তরাষ্ট্রে বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ ও পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করিয়েছেন সুন্দরী মেয়ে মৌকে। মান্না সুলতানা প্রযোজিত এ সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন আবদুস সামাদ খোকন। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। তার বিপরীতে দেখা যাবে গাজী আবদুন নূরকে। আরও অভিনয় করেছেন বাপ্পা শান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

সিনেমাটি নিয়ে দীঘি বলেন, ‘বেশ ব্যতিক্রমী একটি গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। আমি এতে কাজ করে আনন্দিত। এটি ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাস। তার সৃষ্টি চরিত্রে কাজ করতে পারাটা বিশেষ প্রাপ্তি আমার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিনেমাটি দেখার জন্য।’

একই দিনে অপু বিশ্বাসের সিনেমাও মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘অপু বিশ্বাস আমার প্রিয় একজন অভিনেত্রী। অনেক সিনেমায় তার সঙ্গে আমি কাজ করেছি। অনেককিছু শিখেছি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রসঙ্গই নেই। আমি প্রত্যাশা করি দুটি সিনেমাই ভালো যাবে।’

অপুও দীঘির জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ছোট্ট দীঘি অনেক বড় হয়ে গেছে। খুব ভালো কাজ করছে ও। আমরা একসঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করেছি। শিল্পী হিসেবে ও সব সময়ই খুব মনযোগী। দীঘির জন্য শুভকামনা রইল। দর্শককে আমি আমন্ত্রণ জানাই, আসছে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া দুটি সিনেমাই হলে গিয়ে দেখুন।’

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা