× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত নারী আসন

মনোনয়নপত্র কিনলেন তিন অভিনেত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৮ পিএম

বাঁ থেকে অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও সোহানা সাবা। ছবি কোলাজ : প্রবা

বাঁ থেকে অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও সোহানা সাবা। ছবি কোলাজ : প্রবা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আর প্রথম দিনেই মনোনয়নপত্র কিনেছেন অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও সোহানা সাবা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার পর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পর্যায়ক্রমে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

জানা যায়, অপু বিশ্বাস বগুড়ার, নিপুণ আক্তার চট্টগ্রামের, সোহানা সাবা ঢাকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়। 

মনোনয়নপত্র সংগ্রহ করে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘আমি সব সময় জনগণের সঙ্গে ছিলাম। আমি বরাবরই নারীদের উন্নয়ন করতে চাই। সেই জায়গা থেকেই যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মানুষের জন্য কাজ করব। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমি যেন লক্ষ্য পূরণ করতে পারি।’ 

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আপনি আশাবাদী কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাওয়া না পাওয়ার বিষয়টি আপেক্ষিক বিষয়। তবে আমি প্রত্যাশা করি আমাকে মনোনয়ন দেওয়া হবে।’ 

সোহানা সাবা বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি শুধুমাত্র আওয়ামী লীগপন্থিই ছিলেন না, বরং অনেক বড় দেশ প্রেমিকও ছিলেন। আমরা খুবই ভাগ্যবান যে, টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ আমাদের সঙ্গে আছে। সেজন্য আমি অবশ্যই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই।’

এর আগে রাজনৈতিক কোনো কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘কার্যত আমি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছি। কিন্তু কখনও আমি এভাবে ভাবিনি যে, সরাসরি রাজনীতিতে অংশ নিব। আমার বাবা রাজনীতি করতেন কিন্তু আমি কখনও ভাবিনি আমিও রাজনীতি করব।’ 

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

বেলা সোয়া ১১টার দিকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে।  প্রথম ১ ঘণ্টায় ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা বিভাগ ৫০ জন, রাজশাহী বিভাগ ২২ জন, রংপুর বিভাগ ১৪ জন, খুলনা বিভাগ ১৭ জন, বরিশাল বিভাগ ১৩ জন, সিলেট বিভাগ ৫ জন, চট্টগ্রাম বিভাগ ৩৪ জন, ময়মনসিংহ বিভাগ ১৬ জন।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র নির্বাচিত ৬২ জন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ নিজ দলের এবং স্বতন্ত্রদের মিলে মোট ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা