× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরুর অপেক্ষায় সারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৮ এএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪১ এএম

সারা আলি খান

সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান। গেল বছর প্রভিন কিল্পালানির গ্যাসলাইট ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয় তার। এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করলেন তারকা। ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেরে জন্য নির্মিত হয়েছেমার্ডার মোবারক’ নামের ওয়েব সিরিজ। এখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হবেন সাইফ আলি খানের কন্যা। তিনি সিরিজটির মুক্তির অপেক্ষায় রয়েছেন। নিশ্চিত হওয়া গেছে, ১৫ মার্চ মুক্তি পাবে মার্ডার মোবারক।

ক্রাইম, রহস্য থ্রিলার ধাঁচে নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউডের একঝাঁক তারকা। এটি নির্মাণ করেছেন হমি আদাজানিয়া। সিরিজের ট্রেলার সম্প্রতি প্রকাশ করা হয়েছে। যেখানে রহস্যে ঘেরা সব চরিত্রের উপস্থিতি লক্ষ করা যায়। ট্রেলারে আভাস দেওয়া হয় খুনিদের বিশাল এক সাম্রাজ্য নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

সিরিজে সারার চরিত্রে কী হবে তা নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে নেটফ্লিক্সের একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্ডার মোবারক সিরিজ দিয়ে আমি ওয়েব সিরিজে নাম লেখাতে যাচ্ছি। এটি আমার কাছে দুর্দান্ত লাগছে। কারণ সিরজটির গল্প এবং এর কাস্টিং তালিকা দারুণ। তারকাবহুল সিরিজে আমি অভিনয় করছি অসাধারণ একটি চরিত্রে। বলতে গেলে এমন একটি চরিত্রের মাধ্যমেই আমি ওয়েব সিরিজে নাম লেখাতে চেয়েছিলাম। আমার সে ইচ্ছা পূরণ হয়েছে। কাজটি করে আমি আনন্দিত। বাকি আনন্দ হবে দর্শককে মুগ্ধ করতে পারলে।’

ওয়েব সিরিজটি আট পর্বে মুক্তি দেওয়া হবে। প্রতি পর্বেই দর্শকের জন্য রাখা হবে টুইস্ট, এমনটাই জানিয়েছেন নির্মাতা।

সিরিজে বলিউডের বাঘা বাঘা সব অভিনেতা অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে। যার একঝলক ট্রেলারে দেখানো হয়েছে। তারকাবহুল সিরিজে সারা আলি খান ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ডিম্পল কাপাডিয়া, কারিশমা কাপুর, সঞ্জয় কাপুর, বিজয় ভার্মা, কুনাল খেমু, কিয়ারা সাদ, আশক সাবরা, অলক পানওয়ার টিসকা চোপড়ার মতো তারকারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা