× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতলেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩২ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৪ পিএম

গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতলেন যারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। গতকাল সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে গ্র্যামি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হয়েছে আয়োজনটির মধ্য দিয়ে।

বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন টেইলর সুইফট। ‘মিডনাইটস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য রেকর্ড অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস।

গ্রামির মঞ্চে এবারও সম্মানিত হয়েছে ভারতীয় সংগীত। ওস্তাদ জাকির হোসেন ও শঙ্কর মহাদেবনের ফিউশন ব্যান্ড ‘শক্তি’ গ্র্যামি পুরস্কার জিতেছে।


৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

বর্ষসেরা অ্যালবাম

মিডনাইটস (টেলর সুইফট)

বর্ষসেরা রেকর্ড

ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)

বর্ষসেরা গান

হোয়াট ওয়াজ আই মেড ফর? (বিলি আইলিশ)

সেরা নতুন শিল্পী

ভিক্টোরিয়া মোনে

সেরা পপ একক পারফরম্যান্স

ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)

সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স

গোস্ট ইন দ্য মেশিন (সিজা ফিচারিং ফিবি ব্রিজার্স)

সেরা পপ ভোকাল অ্যালবাম

মিডনাইটস (টেইলর সুইফট)

সেরা আরঅ্যান্ডবি গান

স্নুজ (সিজা)

সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স

আইসিইউ (কোকো জোন্স)

সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম

জাগুয়ার টু (ভিক্টোরিয়া মোনে)

সেরা র‌্যাপ গান

সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কিলার মাইক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড, ফিউচার, এরিন অ্যালেন কেন)

সেরা র‌্যাপ পারফরম্যান্স

সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কিলার মাইক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড, ফিউচার, এরিন অ্যালেন কেন)

সেরা মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স

অল মাই লাইফ (লিল ডার্ক ফিচারিং জে কোল)

সেরা র‌্যাপ অ্যালবাম

মাইকেল (কিলার মাইক)

সেরা ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং

রাম্বল (স্ক্রিলেক্স, ফ্রেড অ্যাগেইন ও ফ্লোড্যান)

সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম

অ্যাকচুয়াল লাইফ থ্রি (জানুয়ারি ওয়ান - সেপ্টেম্বর নাইন ২০২২) (ফ্রেড অ্যাগেইন)

সেরা পপ ড্যান্স রেকর্ডিং

পাডাম পাডাম (কাইলি মিনোগ)

সেরা রক পারফরম্যান্স

নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)

সেরা রক গান

নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)

সেরা রক অ্যালবাম

দিস ইজ হোয়াই (প্যারামোর)

সেরা অল্টারনেটিভ অ্যালবাম

দ্য রেকর্ড (বয়জিনিয়াস)

সেরা অল্টারনেটিভ পারফরম্যান্স

দিস ইজ হোয়াই (প্যারামোর)

সেরা মিউজিকা আরবানা অ্যালবাম

মানিয়ানা চেরা বনিতো (ক্যারল জি)

সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স

ওয়াটার (টাইলা)

সেরা ফোক অ্যালবাম

জনি মিচেল অ্যাট নিউপোর্ট (জনি মিচেল)

সেরা কান্ট্রি অ্যালবাম

বেল বটম কান্ট্রি (লেইনি উইলসন)

সেরা কান্ট্রি একক পারফরম্যান্স

হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন)

সেরা কান্ট্রি গান

হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন)

সেরা আমেরিকানা পারফরম্যান্স

ডিয়ার ইনসিকিউরিটি (ব্র্যান্ডি ক্লার্ক ফিচারিং ব্র্যান্ডি কার্লাইল)

সেরা আমেরিকানা অ্যালবাম

ওয়েদারভেন্স (জেসন ইসবেল ও দ্য ফোর হান্ড্রেড ইউনিট)

সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম

বিউইচড (লুফি)

বর্ষসেরা সংগীত প্রযোজক, নন-ক্লাসিক্যাল

জ্যাক অ্যান্টোনফ

বর্ষসেরা গীতিকবি-সুরকার, নন-ক্লাসিক্যাল

থেরন থমাস

সেরা মিউজিক ভিডিও

আই অ্যাম অনলি স্লিপিং (দ্য বিটলস)

সেরা গীতিকবি-সুরকার (ভিজ্যুয়াল মিডিয়া)

হোয়াট ওয়াজ আই মেড ফর? (সিনেমা : বার্বি, বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল)

সেরা গানের সংকলন (ভিজ্যুয়াল মিডিয়া)

বার্বি দ্য অ্যালবাম

সেরা আবহ সংগীতের অ্যালবাম (ভিজ্যুয়াল মিডিয়া)

ওপেনহাইমার (লুদবিগ গোরানসন)

সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং

দ্য লাইট উই ক্যারি : ওভারকামিং ইন আনসার্টেইন টাইমস (মিশেল ওবামা)

সেরা আবহ সংগীত (ভিডিও গেম অথবা অন্যান্য ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া)

স্টার ওয়ারস জেডাই : সারভাইভর (সুরকার স্টিফেন বার্টন ও গোর্ডি হাব)

ড. ড্রে গ্লোবাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড

জে-জি

এ ছাড়া আরও ৫৪টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা