প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৯ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৪ পিএম
টম হার্ডি অভিনীত ‘ভেনম’ সিনেমাটি ২০১৮ সালে বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে। তুমুল জনপ্রিয়তা পাওয়া সিনেমাটি মুক্তির পরপরই এর সিক্যুয়েল নির্মাণের চিন্তা ছিল প্রযোজনা প্রতিষ্ঠান কলম্বিয়া পিকচার্সের। এরপর ২০২১ সালে ‘ভেনম ২’ নির্মাণ করেন পরিচালক অ্যান্ডি সার্কিস। এবার আসছে ‘ভেনম ৩’।
২০১৮ সালে ভেনম সিনেমাটি নির্মাণ করেন রুবেন ফ্লেশ্চার। এরপর দ্বিতীয় সিক্যুয়েলে আসে নির্মাতার পরিবর্তন। ফ্লেশ্চারের পরিবর্তে সিনেমাটি নির্মাণ করেন অ্যান্ডি সার্কিস। এবার তৃতীয় সিক্যুয়েল নির্মাণ করবেন ব্রিটিশ পরিচালক কেলি মার্সেল। বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়া পিকচার্স।
তাদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভেনম ৩ সিনেমাটি এ বছরের ৮ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের এবারের সিক্যুয়েল নির্মাণ করবেন ব্রিটিশ নির্মাতা কেলি মার্সেল। ভেনমভক্তরা প্রস্তুত থাকুন। এবারের সিক্যুয়েল আরও ভয়ংকর হতে যাচ্ছে।’
টম হার্ডি প্রথম ও দ্বিতীয় পর্বের মতো সাংবাদিক এডি ব্রক হিসেবেই ফিরবেন এ সিক্যুয়েলে। এক ভিনগ্রহের শক্তি সিমবায়ট তাকে আশ্রয় করে অতিমানবের ক্ষমতা প্রদান করবে।
এবারের সিক্যুয়েলে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন টম হার্ডি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জুনু টেম্পেল চুইটেল এজিওফোর, স্টিফেন গ্রাহ্যাম, পিগি লু, রেইড স্কোট, বেনডিক্ট উং, টবি মেগুয়ার ও বেনডিক্ট।