প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম
বিশ্ব সিনেমায় ঝড় উঠেছিল ২০০৯ সালে। সে ঝড়ের নাম ‘অ্যাভাটার’। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি সিনেমার ইতিহাসে নতুন এক দিগন্তের সূচনা করে। ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করে সিনেমাটি হয়ে ওঠে সর্বকালের সেরা আয় করা সিনেমা। দীর্ঘ ১৩ বছর পর ২০২২ সালে এ সিনেমার সিক্যুয়েল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পায়। এবার আসছে এর চতুর্থ সিক্যুয়েল ‘অ্যাভাটার ৪’।
সিনেমাটির কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ২১ ডিসেম্বর, ২০২৯।
সম্প্রতি টুইটারে দ্য হলিউড হ্যান্ডেলে সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করা হয়েছে। যার আদলে অ্যাভাটার ৪ নির্মাণ করা হবে বলে ধারণা দেওয়া হয়। পোস্টার প্রকাশের পরপরই সিনেমাপ্রেমীদের মধ্যে দেখা দেয় উন্মাদনা। এখন চলছে চিত্রনাট্যের কাজ। শুটিং শুরু হবে আগামী বছরের মাঝামাঝি।
অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটারে সিগর্নি ওয়েভারকে দেখা যায় ড. গ্রেস অগাস্টিন এবং স্টিফেন ল্যাংকে কর্নেল মাইলস কোয়ারিচের চরিত্রে। নতুন তারকার মধ্যে চমক হিসেবে দেখা যায় ভিন ডিজেল ও কেট উইন্সলেটকে। নতুন সিক্যুয়েলেও বেশ কিছু চমক থাকবে বলে আগেই নিশ্চিত করেছিলেন নির্মাতা।
অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটারের প্রধান চার চরিত্রে অভিনয় করেন স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, সিগুর্নি উইভার ও স্টিফেন ল্যাং। চতুর্থ সিক্যুয়েলেও তাদের অভিনয়ের বিষয়টি অনেকটাই নিশ্চিত।