× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখরিত আড্ডায় কিংবদন্তিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১২:২৬ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১২:৩৫ পিএম

মুখরিত আড্ডায় কিংবদন্তিরা

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খানকে দেখতে ছুটে গেলেন কজন জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী। ২৯ জানুয়ারি বিকালে একত্র হয়েছিলেন তারা। বরেণ্য অভিনেতা, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের আহ্বানে এবং সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে মাসুদ আলী খানের রাজধানীর গ্রিন রোডের বাসায় আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় অংশ নিয়েছিলেন দিলারা জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর খায়রুল আলম সবুজ।

বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রাণবন্ত আড্ডা চলে। দীর্ঘদিন পর একে অন্যের দেখা পেয়ে আপ্লুত ছিলেন তারা।

বিশেষ করে মাসুদ আলী খানকে কাছে পেয়ে যেন সবার মধ্যে বেশি ভালো লাগা কাজ করছিল। পুরোনো দিনের নানান গল্পে মগ্ন হয়ে গিয়েছিলেন সবাই।

এমন ধরনের আড্ডা তারা আগামীতে নিয়ম করে কয়েক মাস পরপর দিতে চান বলে আবদারও রাখেন। যে কারণে ফেব্রুয়ারির শেষে এমন আয়োজন করার প্রস্তুতিও চলছে। আয়োজনে উপস্থিত শিল্পী রাইসা তার ছোট বোন প্রতিভা গান গেয়ে শোনান। রাইসার গান শুনে মুগ্ধ হন সবাই। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে এতে যোগ দেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রয়েল ক্যাফের কর্ণধার প্রদ্যুৎ কুমার তালুকদার। তিনি মাসুদ আলী খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দিলারা জামান বলেন, ‘আমার জীবনের অনন্যসাধারণ একটা মুহূর্ত পার করলাম। আগামী প্রজন্মের জন্য উদাহরণ রেখে গেলাম যে আমরা বয়সেই বিচ্ছিন্ন নই। সবার কাছে দোয়া চাই। অবশ্যই ধন্যবাদ নূর অভিকে।’

আবুল হায়াত বলেন, ‘আমার কাছে তো মনে হলো এটাই একটা বড় উৎসব। ধরনের উৎসব জীবনের পর্যায়ে এসে ভীষণ প্রয়োজন। বিশেষ ধন্যবাদ নূর অভিকে।’

আমিরুল হক চৌধুরী বলেন, ‘মাসুদ ভাইকে দেখার খুব ইচ্ছে ছিল, আয়োজনের মধ্য দিয়ে আমার সে ইচ্ছে পূরণ হলো।’

আসাদুজ্জামান নূর বলেন, ‘একসঙ্গে হওয়ার ইচ্ছেটা অনেক দিনের। অভির কারণে আমিও এগিয়ে এলাম প্রবল আগ্রহ নিয়ে। আগামীতে মাঝে মাঝে এমন হবে আশা রাখছি।’

খায়রুল আলম সবুজ বলেন, ‘ আয়োজনে ভীষণ আন্তরিকতা ছিল এবং আমি চাই এমন আয়োজন নিয়মিত হোক।’

মাসুদ আলী খান সবার উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ যে তোমরা সবাই আমাকে দেখতে এসেছো। এই ৯৪ বছর বয়সে আরও বহুদিন বাঁচার সাহস পেলাম। নূর অভির কাছে ঋণী হয়ে গেলাম।’

পুরো আয়েজনটির জন্য মাসুদ আলী খানের স্ত্রী তাহমিনা খান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা