প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৭:৪২ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:১৮ পিএম
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা। নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি আসছে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে। পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্মাতা আরও বলেন, ‘সিনেমাটির নির্মাণ অনেক আগে শুরু হয়েছিল। কাজটি করতেও লম্বা সময় চলে গেছে। তা ছাড়া নির্মাণ প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে।’
২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। বাকি থাকে পোস্ট-প্রডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরও তিন বছর।
সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজ প্রমুখ।
সিনেমাটি দেশে মুক্তির আগেই রাশিয়ার মস্কো থেকে প্রশংসা কুড়িয়েছে। গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’। যেই বিভাগে গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি ছবি স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও জয়া অভিনীত ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল।
সিনেমাটি আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিলের প্রযোজনা করেছেন। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।