× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে ভর্তি কবীর সুমন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম

শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে ভর্তি কবীর সুমন

প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন আবারও অসুস্থ হয়েছেন। আজ সোমবার সকালে শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন তিনি। ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন তার ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত।

মনীষা ফেসবুকে লেখেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’

কয়েক বছর ধরেই শ্বাসকষ্টে ভুগছেন এই সংগীতজ্ঞ। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

কবীর সুমনের পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ধর্মান্তরিত হয়ে কবীর সুমন নাম ধারণ করেন। জন্ম ভারতের ওড়িশায় ১৯৪৯ সালের ১৬ মার্চ। ২০২০ সালের ২৩ অক্টোবর ফেসবুকে নিজের ইচ্ছাপত্র বা উইল প্রকাশ করে লিখেছেন, মৃত্যুর পর যেন তার সমস্ত সৃষ্টি ট্রাকে করে নিয়ে ধ্বংস করে দেয় কলকাতা পৌরসভা। তার মৃতদেহ যেন দান করে দেওয়া হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। নিজের নামের প্যাডে নিজের হাতে লেখা এ ইচ্ছাপত্র কবীর সুমন ফেসবুকে আপলোড করেন।

‘সকলের অবগতির জন্য’ শিরোনামে লেখা এ ইচ্ছাপত্রে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর পর কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ডডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্টআউট যেন কলকাতার পুরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়, সেগুলো ধ্বংস করার জন্য।’

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। সেবার চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা