প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৩:১৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৪:০৩ পিএম
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর
বলিউড অভিনেত্রী
শ্রদ্ধা কাপুর। নতুন বছরে তার দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে নির্মাতা
কবির খানের স্পোর্টস, ড্রামা গল্পে নির্মিত চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটির শেষ অংশের
শুটিং চলছে; যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
নিজের ব্যস্ততার
একটি শিডিউল শ্রদ্ধা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, সিনেমার
কস্টিউম পড়ে শুটিং সেটে বসে আছেন তিনি। হাতে তার ওয়াটার পট, মুখে ক্লান্তি। স্টোরিটি
শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘শেষ সময়ে কাজের বস্ততা। এনার্জি ধরে রেখে কাজটি সম্পন্ন
করার একেবারে শেষভাগে আমরা। দেখা হবে ১৪ জুন।’
চান্দু চ্যাম্পিয়ন
ভারতের সোনাজয়ী প্রথম প্যারালিম্পিয়ান মুর্লিকান্ত পেটকরের জীবনের ওপর নির্মাণ করা
হচ্ছে। ১৯৭২ সালে জার্মানির হেডেলবার্গে গ্রীষ্মকালীন প্যারালিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল।
তাতে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা পেয়েছিলেন তিনি। তার বীরত্বের গল্পই ফুটে উঠবে
সিনেমাটিতে।
চান্দু চ্যাম্পিয়নে
নাম ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। তার বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা। আগামী
১৪ জনু ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। এ ছাড়া আরও বিভিন্ন চরিত্রে
অভিনয় করেছেন মনোজ আনন্দ, ভুবন অরোরসহ একাধিক বলিউড অভিনেতা।